গণজাগরণ চত্বরে ১০ বিদেশি by সুকুমার সরকার, ইমরান আলী ও মফিজুল সাদিক
গণজাগরণে চত্বরে যোগ দিয়েছেন ১০ বিদেশি।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার এই নাগরিকরা সকাল সাড়ে ৮টার দিকে এসে
আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
যোগ দেওয়া
বিদেশিরা হলেন, অস্ট্রেলিয়ার নাগরিক এ্যান, এ্যান্ড্রু, ইংল্যান্ডের নাগরিক
হাজ, কেট, গ্যালি, হাওয়ার্ড, ভার্জিনা, থেলমা, স্কাউমা, হার্সি এবং
এ্যানি।
আগত
এইসব বিদেশিদের হাতে ছিল লাল সবুজ পতাকা। তারা স্লোগান মঞ্চে গিয়ে স্লোগান
শুনেন। এরপর সাংবাদিকরা তাদের সঙ্গে কথা বলতে চাইলে রাজি হন তারা।
অস্ট্রেলিয়ার নাগরিক এ্যান বাংলানিউজকে জানান, এই গণজাগরণ অভূতপূর্ব। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এ জাগরণকে তিনি স্বাগত জানান।
এ্যান বলেন, “দীর্ঘদিন পরে এই বিচারের দাবিতে জনগণের মধ্যে যে সাড়া তা খুবই ইতিবাচক। আমরা শুক্রবার রাতে বাংলাদেশে এসেছি। পত্রিকা এবং টেলিভিশন দেখে সকালেই এসেছি। আমি একজন মানুষ হিসেবে এই আন্দোলনকে সমর্থন করি।”
ল-নের নাগরিক ড.স্কাউমা বাংলানিউজকে বলেন, “আমি বাংলাদেশে বেড়াতে এসেছি। এর ফাঁকে শাহবাগ থেকে ঘুরে গেলাম। তবে এখানকার চলমান আন্দোলন আমি মনে প্রাণে সমর্থন করি।”
অস্ট্রেলিয়ার নাগরিক এ্যান বাংলানিউজকে জানান, এই গণজাগরণ অভূতপূর্ব। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এ জাগরণকে তিনি স্বাগত জানান।
এ্যান বলেন, “দীর্ঘদিন পরে এই বিচারের দাবিতে জনগণের মধ্যে যে সাড়া তা খুবই ইতিবাচক। আমরা শুক্রবার রাতে বাংলাদেশে এসেছি। পত্রিকা এবং টেলিভিশন দেখে সকালেই এসেছি। আমি একজন মানুষ হিসেবে এই আন্দোলনকে সমর্থন করি।”
ল-নের নাগরিক ড.স্কাউমা বাংলানিউজকে বলেন, “আমি বাংলাদেশে বেড়াতে এসেছি। এর ফাঁকে শাহবাগ থেকে ঘুরে গেলাম। তবে এখানকার চলমান আন্দোলন আমি মনে প্রাণে সমর্থন করি।”
No comments