বিডিআর বিদ্রোহের উস্কানিদাতাদেরও খুঁজে বের করা হবে- ঢাকা বাইপাস সড়ক উদ্বোধন শেষে জনসভায় প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিডিআর বিদ্রোহের বিচার শুরম্ন হয়েছে। বিডিআর বিদ্রোহের সঙ্গে যারা জড়িত তাদের বিচার বাংলার মাটিতে হবেই। সেই সঙ্গে এর উস্কানিদাতা কারা_ তাদেরও খুঁজে বের করা হবে।
তিনি বলেন, দুর্নীতি একটি দেশের অগ্রগতিকে বাধাগ্রসত্ম করে। কোন দুর্নীতিবাজ লুটেরার জায়গা বাংলার মাটিতে হবে না। তিনি আরও বলেন, দেশের মানুষের মঙ্গলের জন্য এবং যাতে তারা স্বাবলম্বী হয় সে ল্যে আমরা কাজ করে যাব। এদেশের সকল শ্রেণী-পেশার মানুষের জীবনের মানের উন্নয়ন করব। আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের লেখাপড়া শিখে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।
বুধবার দুপুরে ঢাকা বাইপাস সড়ক উদ্বোধন শেষে উদ্বোধনস্থলের অদূরে গাজীপুর সদর উপজেলার নাওজোড় এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যনত্ম দোতলা সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নিমর্াণ করা হবে। তাছাড়া টঙ্গী-ময়মনসিংহ মহাসড়ক রোড ডিভাইডারসহ ৪ লেনে উন্নীত করার সিদ্ধানত্ম মঙ্গলবার একনেকের বৈঠকে অনুমোদিত হয়েছে। তিনি বলেন, গাজীপুর জেলাকে দ্বিতীয় শ্রেণীর জেলা থেকে উন্নীত করে বিশেষ শ্রেণীতে উন্নীত করা হবে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মাধ্যমে গাজীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। তাছাড়া বেসরকারী উদ্যোগে একটি টেকনিক্যাল এ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। বায়রাকে ঐ ইনস্টিটিউট স্থাপনের অনুরোধ করছি।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকা বাইপাস সড়কের নাওজোড় পয়েন্টে উক্ত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উক্ত বাইপাস সড়ক পরিদর্শন করেন। গাজীপুর সদর উপজেলার বাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম মোকসেদ আলমের সভাপতিত্বে এ উপল েঅনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ রহমত আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আখতারম্নজ্জামান, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজমত উলস্নাহ খান, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরম্নল আলম শাহীন, গাজীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বারেক মিয়াজী, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম নজরম্নল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সবুজ, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, গাজীপুর জেলা যুবলীগের সভাপতি এস.এম আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আজাহার উদ্দিন, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনিছুর রহমান আরিফ ও সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম সরকার প্রমুখ। জনসভা শেষে প্রধানমন্ত্রী নাওজোড় এলাকায় বায়রা টেকনিক্যাল এ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রসত্মর স্থাপন করেন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ১৬ একর জায়গার ওপর নির্মিতব্য সম্পূর্ণ আবাসিক এ ট্রেনিং ইনস্টিটিউটে প্রতিমাসে বিদেশে চাকরি প্রত্যাশী চার হাজার লোকের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। ঢাকা বাইপাস সড়ক নামে পরিচিত হলেও এর আসল নাম 'জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-নয়াপুর বাজার-মদনপুর সড়ক'। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের গাজীপুর অংশে ১৮ কিলোমিটার, নারায়ণগঞ্জ অংশে ২০ কিলোমিটার ও ঢাকা অংশে ১০ কিলোমিটার। গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের তৃতীয় কিঃমিঃ এ নাওজোড় নামক স্থানে আরম্ভ হয়ে ঢাকা-কালীগঞ্জ ঘোড়াশাল-পাঁচদোনা ও ঢাকা-সিলেট মহাসড়কের যথাক্রমে মীরের বাজার ও ভুলতা নামক স্থান অতিক্রম করেছে। ঢাকা শহরের যানজট লাঘব এবং দেশের উত্তর উত্তর-পশ্চিম অঞ্চল এবং দণি দণি-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ল্যে ঢাকা বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পণা গ্রহণ করা হয়।

No comments

Powered by Blogger.