খসড়া অনুমোদন-পর্নোগ্রাফির সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড
পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ এ আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বিশেষ আদালত বা ট্রাইব্যুনালে এ আইনের বিচার করা হবে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
আইনটি জাতীয় সংসদে পাস হওয়ার পর কার্যকর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
অনুমোদিত আইনে পর্নোগ্রাফি বহন, বিনিময়, মুঠোফোনের মাধ্যমে ব্যবহার করা, বিক্রি ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ে মিথ্যা মামলা করলে বাদীর শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
আইনে পর্নোগ্রাফি কাজে শিশুদের ব্যবহার করলে সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। পর্নোগ্রাফির মাধ্যমে গণ-উপদ্রব সৃষ্টি করা হলে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া যাবে। এ ছাড়া আইনে পর্নোগ্রাফির অভিযোগ করে কারও নামে মিথ্যা মামলা দায়ের করার বিষয়টি প্রমাণিত হলে বাদীকে দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
গতকালের বৈঠকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন ২০১১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দেশের ব্যবসাবাণিজ্যের শতকরা ৮০ ভাগই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। অথচ বড় বড় জাহাজগুলো বন্দরে ভিড়তে পারে না। ১৮৮ মিটার দৈর্ঘ্য বা তার চেয়ে বড় জাহাজ বন্দরে ভিড়তে না পারায় কুতুবদিয়া বা অন্য কোথাও পণ্য খালাস করতে হয়।
প্রেস সচিব বলেন, জাপানি পরামর্শক-প্রতিষ্ঠান প্যাসিফিক কনসালট্যান্ট ইন্টারন্যাশনাল (পিসিআই) বঙ্গোপসাগরের নয়টি স্থানের ওপর সম্ভাব্যতা জরিপ চালিয়ে কক্সবাজারের সোনাদিয়াকে গভীর সমুদ্রবন্দর স্থাপনের উপযুক্ত স্থান হিসেবে সুপারিশ করেছে। এর ভিত্তিতেই তৈরি করা হয়েছে এ আইনের খসড়া।
জানা গেছে, আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে আগামী বছর থেকে এ বন্দরের নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে এবং ধাপে ধাপে ২০৫৫ সাল পর্যন্ত নির্মাণকাজ চলবে। এতে ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা।
প্রেস সচিব সাংবাদিকদের জানান, চলতি বছরের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান যে ভাষণ দেবেন, তার সংক্ষিপ্ত ও বিস্তারিত খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে। সংক্ষিপ্ত ভাষণটি প্রেসিডেন্ট নিজে পাঠ করবেন এবং বিস্তারিত ভাষণটি সংসদের টেবিলে উপস্থাপন করা হবে। এ ছাড়া ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন ২০১১’ এর খসড়ায় নীতিগত অনুমোদন এবং সার্ক কনভেনশন অন অপারেশন অন এনভায়রনমেন্ট ও চ্যাপ্টার অব এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সাংবাদিক নিখিলকে বিদেশে পাঠানোর নির্দেশ: সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সাংবাদিক নিখিল ভদ্রকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ তথ্য দেন। গত ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিআরটিসির বাসে চাপা পড়লে তাঁর হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলতে হয়েছে।
এদিকে গতকাল যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন মন্ত্রণালয় প্রকাশ করেছে। প্রতিবেদনে বিআরটিসির চালককে দোষী সাব্যস্ত করেছে। নিখিল ভদ্রকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা ও পা প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে।
অনুমোদিত আইনে পর্নোগ্রাফি বহন, বিনিময়, মুঠোফোনের মাধ্যমে ব্যবহার করা, বিক্রি ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ে মিথ্যা মামলা করলে বাদীর শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
আইনে পর্নোগ্রাফি কাজে শিশুদের ব্যবহার করলে সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। পর্নোগ্রাফির মাধ্যমে গণ-উপদ্রব সৃষ্টি করা হলে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া যাবে। এ ছাড়া আইনে পর্নোগ্রাফির অভিযোগ করে কারও নামে মিথ্যা মামলা দায়ের করার বিষয়টি প্রমাণিত হলে বাদীকে দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
গতকালের বৈঠকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন ২০১১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দেশের ব্যবসাবাণিজ্যের শতকরা ৮০ ভাগই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। অথচ বড় বড় জাহাজগুলো বন্দরে ভিড়তে পারে না। ১৮৮ মিটার দৈর্ঘ্য বা তার চেয়ে বড় জাহাজ বন্দরে ভিড়তে না পারায় কুতুবদিয়া বা অন্য কোথাও পণ্য খালাস করতে হয়।
প্রেস সচিব বলেন, জাপানি পরামর্শক-প্রতিষ্ঠান প্যাসিফিক কনসালট্যান্ট ইন্টারন্যাশনাল (পিসিআই) বঙ্গোপসাগরের নয়টি স্থানের ওপর সম্ভাব্যতা জরিপ চালিয়ে কক্সবাজারের সোনাদিয়াকে গভীর সমুদ্রবন্দর স্থাপনের উপযুক্ত স্থান হিসেবে সুপারিশ করেছে। এর ভিত্তিতেই তৈরি করা হয়েছে এ আইনের খসড়া।
জানা গেছে, আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে আগামী বছর থেকে এ বন্দরের নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে এবং ধাপে ধাপে ২০৫৫ সাল পর্যন্ত নির্মাণকাজ চলবে। এতে ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা।
প্রেস সচিব সাংবাদিকদের জানান, চলতি বছরের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান যে ভাষণ দেবেন, তার সংক্ষিপ্ত ও বিস্তারিত খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে। সংক্ষিপ্ত ভাষণটি প্রেসিডেন্ট নিজে পাঠ করবেন এবং বিস্তারিত ভাষণটি সংসদের টেবিলে উপস্থাপন করা হবে। এ ছাড়া ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন ২০১১’ এর খসড়ায় নীতিগত অনুমোদন এবং সার্ক কনভেনশন অন অপারেশন অন এনভায়রনমেন্ট ও চ্যাপ্টার অব এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সাংবাদিক নিখিলকে বিদেশে পাঠানোর নির্দেশ: সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সাংবাদিক নিখিল ভদ্রকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ তথ্য দেন। গত ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিআরটিসির বাসে চাপা পড়লে তাঁর হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলতে হয়েছে।
এদিকে গতকাল যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন মন্ত্রণালয় প্রকাশ করেছে। প্রতিবেদনে বিআরটিসির চালককে দোষী সাব্যস্ত করেছে। নিখিল ভদ্রকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা ও পা প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে।
No comments