বোল্টের লন্ডন জয়ের ঘোষণা
বোল্ট নয়, ১০০ মিটারে চ্যাম্পিয়ন হবে ইয়োহান ব্লেক'_দায়েজু বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে বলেছিলেন মরিস গ্রিন। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ১০০ মিটার স্প্রিন্টের সাবেক এ কিংবদন্তি গত সপ্তাহে আবারও বলেছেন, 'এ বছরের মতো পারফরম করলে লন্ডন অলিম্পিকেও চ্যাম্পিয়ন হবে ব্লেক।' গ্রিনের কথাটা মানছেন না বেইজিংয়ে তিন তিনটি বিশ্বরেকর্ডসহ ১০০, ২০০ ও ৪ গুণিতক ১০০ মিটার রিলের সোনাজয়ী বোল্ট।
লন্ডনে শিরোপা ধরে রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী এই জ্যামাইকান, 'আমি এখনো অলিম্পিক চ্যাম্পিয়ন আর নাম্বার ওয়ান। লন্ডনের চ্যালেঞ্জটা নতুন আর সেটা নিতে সব সময় পছন্দ করি আমি। লন্ডনেও জিতব আমি।'
জ্যামাইকার অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন অবশ্য বোল্টের বদলে এ বছর বর্ষসেরার পুরস্কার তুলে দিয়েছে ইয়োহান ব্লেকের হাতে। দায়েজুতে ১০০ মিটার জেতা ও ২০০ মিটারের দ্বিতীয় দ্রুততম ১৯.২৬ সেকেন্ডের রেকর্ডটা করায় ব্লেকের এটা পাওনাই ছিল। ইনজুরির ধকল কাটিয়ে শুরু করলেও বছরটা একেবারে খারাপ কাটেনি বোল্টেরও। দায়েজুতে ২০০ মিটারের সোনা জয়ের পাশাপাশি ব্রাসেলসে করেছেন ১০০ মিটারের বছরসেরা টাইমিং (৯.৭৬)। ফিটনেসের আরো উন্নতি হয়েছে বলে লন্ডনে নিজের বিশ্বরেকর্ড ভাঙতে চান বোল্ট, 'অবশ্যই লন্ডনে আমার রেকর্ডগুলো ভাঙতে চাই, তাহলে উচ্ছ্বাসের ঢেউ তুলতে পারব গ্যালারিতে। আবহাওয়া কেমন থাকবে অনুমান করার উপায় নেই, এর ওপরও নির্ভর করবে অনেক কিছু।'
এখনই অনেকে কিংবদন্তি বলেন বোল্টকে। তবে এই জ্যামাইকান চান গত অলিম্পিকের সোনাগুলো ধরে রেখে অনন্য উচ্চতায় পেঁৗছতে, 'অলিম্পিকে অনেকেই স্মরণীয় অনেক কিছু করেছে। আমিও চাই আরো রেকর্ড গড়ে সোনা জিততে। তাহলেই কেবল নিজের কাছে কিংবদন্তি মনে হবে নিজেকে। অনেকে এখনই কিংবদন্তি বলে আমাকে। তবে আমি চাই আরো উঁচুতে নিজেকে তুলে ধরতে।' লন্ডনে ১০০, ২০০ ও ৪ গুণিতক ১০০ মিটারের পাশাপাশি ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে অংশ নেওয়ার কথা বলেছিলেন বোল্ট। সম্ভাবনাটা কম হলেও ইভেন্টটিতে অংশ নেওয়ার কথা উড়িয়ে দিচ্ছেন না একেবারেই, '৪ গুণিতক ১০০ মিটার রিলের আগের দিন অনুষ্ঠিত হবে ৪ গুণিতক ৪০০ মিটার রিলের ফাইনাল। তাই ইভেন্টটিতে অংশ নিতে পারব বলে মনে হয় না। যদি ফিট থাকি আর জ্যামাইকার দলটা ভালো হয় তাহলে অবশ্যই চেষ্টা করে দেখব।'
৪০০ মিটার দৌড়ের ব্যক্তিগত ইভেন্টে অংশ নেওয়ার চেষ্টা করবেন অলিম্পিক শেষে। চেষ্টা করবেন লং জাম্পেও। আপাতত বোল্টের ভাবনাজুড়ে শুধুই লন্ডন অলিম্পিক। দেখা যাক কতটা উঁচুতে নিজেকে নিয়ে যেতে পারেন তিনি। এপি
জ্যামাইকার অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন অবশ্য বোল্টের বদলে এ বছর বর্ষসেরার পুরস্কার তুলে দিয়েছে ইয়োহান ব্লেকের হাতে। দায়েজুতে ১০০ মিটার জেতা ও ২০০ মিটারের দ্বিতীয় দ্রুততম ১৯.২৬ সেকেন্ডের রেকর্ডটা করায় ব্লেকের এটা পাওনাই ছিল। ইনজুরির ধকল কাটিয়ে শুরু করলেও বছরটা একেবারে খারাপ কাটেনি বোল্টেরও। দায়েজুতে ২০০ মিটারের সোনা জয়ের পাশাপাশি ব্রাসেলসে করেছেন ১০০ মিটারের বছরসেরা টাইমিং (৯.৭৬)। ফিটনেসের আরো উন্নতি হয়েছে বলে লন্ডনে নিজের বিশ্বরেকর্ড ভাঙতে চান বোল্ট, 'অবশ্যই লন্ডনে আমার রেকর্ডগুলো ভাঙতে চাই, তাহলে উচ্ছ্বাসের ঢেউ তুলতে পারব গ্যালারিতে। আবহাওয়া কেমন থাকবে অনুমান করার উপায় নেই, এর ওপরও নির্ভর করবে অনেক কিছু।'
এখনই অনেকে কিংবদন্তি বলেন বোল্টকে। তবে এই জ্যামাইকান চান গত অলিম্পিকের সোনাগুলো ধরে রেখে অনন্য উচ্চতায় পেঁৗছতে, 'অলিম্পিকে অনেকেই স্মরণীয় অনেক কিছু করেছে। আমিও চাই আরো রেকর্ড গড়ে সোনা জিততে। তাহলেই কেবল নিজের কাছে কিংবদন্তি মনে হবে নিজেকে। অনেকে এখনই কিংবদন্তি বলে আমাকে। তবে আমি চাই আরো উঁচুতে নিজেকে তুলে ধরতে।' লন্ডনে ১০০, ২০০ ও ৪ গুণিতক ১০০ মিটারের পাশাপাশি ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে অংশ নেওয়ার কথা বলেছিলেন বোল্ট। সম্ভাবনাটা কম হলেও ইভেন্টটিতে অংশ নেওয়ার কথা উড়িয়ে দিচ্ছেন না একেবারেই, '৪ গুণিতক ১০০ মিটার রিলের আগের দিন অনুষ্ঠিত হবে ৪ গুণিতক ৪০০ মিটার রিলের ফাইনাল। তাই ইভেন্টটিতে অংশ নিতে পারব বলে মনে হয় না। যদি ফিট থাকি আর জ্যামাইকার দলটা ভালো হয় তাহলে অবশ্যই চেষ্টা করে দেখব।'
৪০০ মিটার দৌড়ের ব্যক্তিগত ইভেন্টে অংশ নেওয়ার চেষ্টা করবেন অলিম্পিক শেষে। চেষ্টা করবেন লং জাম্পেও। আপাতত বোল্টের ভাবনাজুড়ে শুধুই লন্ডন অলিম্পিক। দেখা যাক কতটা উঁচুতে নিজেকে নিয়ে যেতে পারেন তিনি। এপি
No comments