হবিগঞ্জে দীঘি ভরাট-উপেক্ষিত পরিবেশ

পুকুর, জলাশয় ভরাট বন্ধের ব্যাপারে সরকারি প্রজ্ঞাপন জারি থাকা সত্ত্বেও হবিগঞ্জে দীঘি ভরাট করে নতুন আদালত ভবন নির্মাণের তোড়জোড় চলছে। বুধবার সমকালের লোকালয় পাতায় 'এত জায়গা থাকতে দীঘি ভরাট কেন' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দীঘির একাংশ ভরাট করে নতুন আদালত ভবন নির্মাণের জন্য দরপত্র গ্রহণ সম্পন্ন হয়েছে।


পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভূপৃষ্ঠের অভ্যন্তরের পানির স্তর যেন নিচে নেমে না যায় এবং আরও নানাবিধ কারণে ভূপৃষ্ঠের উপরিভাগে পানি ধরে রাখার আধারগুলো সংরক্ষণ করতে হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব যেহেতু বাংলাদেশের ওপর বেশি করে পড়েছে, তাই এখানে পরিবেশের ভারসাম্য রক্ষার দিকগুলো অধিক গুরুত্ব দিয়ে দেখা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে, সরকারি দীঘি ভরাট করে সরকারেরই আরেকটি বিধিবদ্ধ সংস্থা সরকারের গৃহীত নীতি লঙ্ঘন করছে। শুধু হবিগঞ্জেই নয়, এ ধরনের প্রবণতা দেশের প্রায় প্রতিটি স্থানেই লক্ষ্য করা যায়। অথচ জলাশয়সহ প্রাকৃতিক ভারসাম্য সৃষ্টিকারী মাধ্যমগুলো রক্ষার জন্য উচ্চতর আদালত কখনও স্বতঃপ্রণোদিত হয়ে এবং কখনও সংক্ষুব্ধ নাগরিকের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের ওপর রুল জারি করেছেন এবং এ ব্যাপারে আদালতের সুস্পষ্ট রায়ও রয়েছে। জনস্বার্থের পক্ষে দেওয়া আদালতের আদেশ মান্য করতে গিয়ে সরকারকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হয়েছে। এখন হবিগঞ্জ নতুন আদালত ভবন নির্মাণের জন্য সরকারি প্রজ্ঞাপন এবং উচ্চতর আদালতের নির্দেশনা লঙ্ঘন করা হচ্ছে অবলীলায়। নতুন আদালত ভবন নির্মাণের প্রয়োজনীয়তা স্বীকার করেই বলা যায়, ভবনটির জন্য হবিগঞ্জ শহরে সরকারের আরও অনেক জায়গা রয়েছে। সেসব জায়গা বাদ দিয়ে পরিবেশ, শহরের ঐতিহ্য ও সৌন্দর্য বিনষ্টকারী এই উদ্যোগ কাদের স্বার্থে গৃহীত হয়েছে? এটা স্বতঃসিদ্ধ যে, ঐতিহ্যবাহী দীঘিটির একাংশ ভরাটের পর নানা আবশ্যকতার দোহাই দিয়ে বাদবাকি অংশ ভরাট হতে বেশি সময় লাগবে না। এভাবেই আমাদের অনেক পুকুর, জলাশয়, খাল-বিল, এমনকি নদীর বিরাট অংশ পর্যন্ত সাবাড় হয়ে গেছে, যার খেসারত গোটা জাতিকে গুনতে হবে। তাই অবিলম্বে হবিগঞ্জে দীঘি ভরাট করে আদালত ভবন নির্মাণের কাজ বন্ধ করা হোক। নতুন আদালত ভবনের জন্য নতুন স্থান নির্ধারণ করা হোক। এ ব্যাপারে সরকারের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া। সরকারি প্রজ্ঞাপন অমান্য করে কীভাবে কাজটি এগোতে পারল সে ব্যাপারেও অনুসন্ধান চালানো উচিত।
 

No comments

Powered by Blogger.