সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বলেছে, তারা সে দেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার একটি ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। ওই ষড়যন্ত্রের সঙ্গে ইরান যুক্ত রয়েছে অভিযোগ করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে একে যুক্তরাষ্ট্রের ‘শয়তানির ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছে।
মার্কিন বিচার বিভাগ গত মঙ্গলবার দুই ব্যক্তির বিরুদ্ধে সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবায়েরকে যুক্তরাষ্ট্রে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনে। ওই দুই ব্যক্তি ইরান সরকারের মদদে এই ষড়যন্ত্র করেন বলে অভিযোগ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানান, ষড়যন্ত্রকারীরা ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাস এবং আর্জেন্টিনায় ইসরায়েল ও সৌদি দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিলেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, এই ষড়যন্ত্রের পরিকল্পনা, পরিচালনা ও পৃষ্ঠপোষকতা করেছে ইরান। এটা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি বলেন, শুধু আটক হওয়া দুই ব্যক্তি নন, এই ষড়যন্ত্রের জন্য ইরানকেও জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করছে যুক্তরাষ্ট্র।
ষড়যন্ত্রের অভিযোগে আটক দুই ব্যক্তি হলেন মনসুর আরবাবসিয়ার ও গোলাম সাকুরি। এর মধ্যে মনসুর মার্কিন নাগরিক। তবে তাঁর কাছে যুক্তরাষ্ট্র ও ইরানের পাসপোর্ট রয়েছে। সাকুরি ইরানিয়ান ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের সদস্য বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
আরবাবসিয়ারকে গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার তাঁকে ম্যানহাটান আদালতে নিয়ে যাওয়া হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, এ ঘটনায় ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে পাঠানো এক চিঠিতে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের তোলা ন্যক্কারজনক এই অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছে ইরান। এটা ওয়াশিংটনের ইরানবিরোধী নীতির অংশ ও শয়তানির ষড়যন্ত্র। ইরানের দুজন পরমাণুবিজ্ঞানীকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল হত্যা করেছে অভিযোগ তুলে গত মঙ্গলবার বান কি মুনের কাছে চিঠি পাঠায় ইরান। ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের নিন্দা জানানো হয়।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ঘনিষ্ঠ বলে পরিচিত ইরানের শীর্ষ পর্যায়ের এক নেতা যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘সাজানো ঘটনা’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা থেকে জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতেই এটা করা হয়েছে।
এদিকে বিশ্বজুড়ে মার্কিনবিরোধী হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। সতর্কবার্তায় বলা হয়, মার্কিন সরকারের ধারণা, ইরানের মদদে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ায় ইরান সরকার আরও আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে। তারা নির্দিষ্ট কয়েকটি দেশে কূটনীতিকদের ওপর হামলা চালাতে পারে। সেই হামলা যুক্তরাষ্ট্রেও হতে পারে। যুক্তরাষ্ট্র তার নাগরিকদের বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে তথ্য পর্যালোচনা ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে

No comments

Powered by Blogger.