বেন আলীর পতনের বর্ষপূর্তি-চাকরি ও মর্যাদার দাবিতে তিউনিসে বিশাল বিক্ষোভ

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে গতকাল শনিবার হাজার হাজার মানুষ চাকরি ও মর্যাদার দাবিতে বিক্ষোভ করেছে। সাবেক প্রেসিডেন্ট বেন আলীর পতনের প্রথম বর্ষপূর্তিতে এ বিক্ষোভ হয়। দিনটি উদ্যাপনে রাজপথে নেমে আসা এসব মানুষের মুখে চাকরি, অধিকার ও মর্যাদার দাবিতে ঝাঁজালো স্লোগান ছিল।


বেন আলী পতনের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল এক হাজার বন্দীকে ক্ষমা করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মনসেফ মারজুকি। গতকাল সকাল থেকে মধ্য তিউনিসের ঐতিহাসিক সেই সড়কে বিক্ষোভকারীরা হাজির হয়, যা ছিল বেন আলীর বিরুদ্ধে শুরু হওয়া গণ-আন্দোলনের কেন্দ্রস্থল। এ আন্দোলন থেকে জন্ম নেয় ‘আরব বসন্ত’ নামের গণজাগরণ, যা আশপাশের আরব দেশগুলোতেও ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের একটি দল গতকাল রাজপথে হাজির হয় তিউনিসিয়ার লাল-সাদা জাতীয় পতাকা গায়ে জড়িয়ে। উত্তাল দিনগুলোতে যারা ‘শহীদ’ হয়েছে, তাদের স্বীকৃতি দেওয়ার দাবি জানায় তারা।
বিক্ষোভকারীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সবজি বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজিকে (২৬)। ওই সময়ে তাঁর (বুয়াজিজি) সাহসী আত্মত্যাগের ঘটনায় (প্রতিবাদ জানাতে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মাহুতি দেন) দাবানলের মতো ছড়িয়ে পড়ে বেন আলীর সরকারবিরোধী গণ-আন্দোলন।
বর্ষপূর্তি উদয্াপন অনুষ্ঠান চলবে সপ্তাহজুড়ে। ওই আয়োজনে তিউনিসিয়ার প্রতিবেশী দেশগুলোর নেতারা ছাড়াও অন্য আরব দেশগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এর মধ্যে লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান মুস্তাফা আবদেল জলিল, কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি, মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী সাদ আদদিন ওথমানি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
২০১১ সালের শুরুতে গণ-আন্দোলনের মুখে ১৪ জানুয়ারি প্রেসিডেন্ট বেন আলী দেশ ছেড়ে সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য হন। বেন আলীর বিরুদ্ধে অর্থ পাচারসহ অন্যান্য অপরাধে সাজা ঘোষণা করেছেন সে দেশের আদালত। দেশ ছেড়ে পালিয়ে বেন আলী প্রথমে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে বহনকারী বিমানকে ফ্রান্সে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। পরে তিনি সৌদি আরবে নির্বাসিত জীবন বেছে নিয়েছেন। এএফপি।

No comments

Powered by Blogger.