ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে ফাহিম আহমেদ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজধানী শ্যামপুর ফরিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ফাহিম অষ্টম শ্রেণীতে পড়ত। এ ছাড়া গত দুই দিনে নগরে সড়ক দুর্ঘটনায় দুজন ও গলায় ফাঁস দিয়ে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে স্কুলছাত্র ফাহিমকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা জামাল আকরাম। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামাল আকরাম সাংবাদিকদের বলেন, গতকাল দুপুর ১২টার দিকে ফাহিম ঘুড়ি ওড়াতে ছাদে ওঠে। এ সময় সে ছাদ থেকে নিচে পড়ে যায়। ফাহিমের বাবা জামাল আকরাম ইসলামপুরের কাপড় ব্যবসায়ী।
এদিকে প্রায় একই সময় রাজধানীর মোহাম্মদপুর থানার শিশুমেলার সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আবদুর রাজ্জাক (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মোহাম্মদপুর থানার এসআই আবদুল মতিন বলেন, নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তিনি মোহাম্মদপুরের বিজলী মহল্লার এক বাসায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে এমএম এনার্জি ফিলিং স্টেশনের সামনে বাসচাপায় এক অজ্ঞাতনামা যুবক (২৫) ঘটনাস্থলেই নিহত হন। যুবকের পরনে সাদা চেক লুঙ্গি ও কমলা রঙের ফুলহাতা শার্ট ছিল। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আদাবর থানার এসআই আকতার হোসেন বলেন, গতকাল সকাল আটটার দিকে শেখেরটেকের এক নম্বর সড়কের এক বাসা থেকে হাসনাহেনা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। হাসনার স্বামী মো. রাহিম ইতালি প্রবাসী।
লালমাটিয়ায় ওসউয়াতুন মুসতাহিনা (২৩) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী হারিজ-উর রহমানের স্ত্রী। মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, শুক্রবার মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে ওসাতুনের লাশ উদ্ধার করা হয়।

No comments

Powered by Blogger.