আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-বিষয়ভিত্তিক অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গতকাল শনিবার অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক অলিম্পিয়াড প্রতিযোগিতা। শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলার তৃতীয় দিনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৯০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় ছিল গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, অর্থনীতি, বাংলা ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে বহুনির্বচনী পরীক্ষা।
২৬ জানুয়ারি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। এই প্রতিযোগিতায় অংশ নেয় নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। প্রতিটি বিষয়ের জন্য এক ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, এই মিলনমেলার উদ্দেশ্য সৃজনশীল মানুষ গড়ে তোলা।
শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলার অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক সুশান্ত কুমার সরকার বলেন, পরবর্তী সময়ে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ: গতকাল এই শিক্ষাপ্রতিষ্ঠানে হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্র্রতিযোগিতায় প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী জুনিয়র গ্রুপে ৫৫ জন এবং সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী সিনিয়র গ্রুপে ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ঢাকা মহানগরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে ১২ জানুয়ারি শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা। মেলায় সহযোগিতা করছে প্রথম আলো ও সময় টেলিভিশন।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, এই মিলনমেলার উদ্দেশ্য সৃজনশীল মানুষ গড়ে তোলা।
শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলার অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক সুশান্ত কুমার সরকার বলেন, পরবর্তী সময়ে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ: গতকাল এই শিক্ষাপ্রতিষ্ঠানে হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্র্রতিযোগিতায় প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী জুনিয়র গ্রুপে ৫৫ জন এবং সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী সিনিয়র গ্রুপে ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ঢাকা মহানগরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে ১২ জানুয়ারি শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা। মেলায় সহযোগিতা করছে প্রথম আলো ও সময় টেলিভিশন।
No comments