হাসপাতাল থেকে শিশু চুরির সময় এক নারী গ্রেপ্তার

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে তিন মাস বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় মর্জিনা বেগম (৪৫) নামের এক নারী ধরা পড়েছেন।  গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।  পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, তিন সপ্তাহ আগে সাজেদা বেগম নামের একজন রোগী মিটফোর্ড হাসপাতালের চতুর্থ তলায় গাইনি ওয়ার্ডে ভর্তি হন। হাসপাতালে তাঁর তিন মাসের শিশুসন্তান তামিমকে দেখাশোনা করতেন সাজেদার মা রাশিদা বেগম।


গতকাল বেলা তিনটার দিকে মর্জিনা বেগম বোরকা পরে হাসপাতালের গাইনি ওয়ার্ডে যান। শিশু তামিমকে রেখে তার নানি রাশিদা টয়লেটে গেলে ওই সুযোগে শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যান মর্জিনা।
রাশিদা বেগম প্রথম আলোকে বলেন, তামিমকে বিছানায় না পেয়ে তিনি দ্রুত হাসপাতালের উপপরিচালক আবুল হাশেম খানকে জানান। সঙ্গে সঙ্গে উপপরিচালক শিশুটিকে উদ্ধারের জন্য দুই নিরাপত্তাকর্মীকে নির্দেশ দেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জহির রায়হান জানান, মিটফোর্ড হাসপাতালের দুই নিরাপত্তাকর্মী হাসপাতালের কাছে বাবুবাজারে মর্জিনাকে শিশুটিসহ আটক করেন। এরপর মর্জিনাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় এবং শিশু তামিমকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এসআই জহির রায়হান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মর্জিনা শিশুটি চুরি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির নানি রাশিদা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

No comments

Powered by Blogger.