২০২০ সালের মধ্যে প্রতিরা ব্যয়ে বিশ্বে ভারতের অবস্থান হবে চতুর্থ
বিশ্বের তথ্য ও বিশ্লেষণবিষয়ক
শীর্ষস্থানীয় সংস্থা ইনফরমেশন হ্যান্ডেলিং সার্ভিস বা আইএইচএস বলেছে,
২০২০ সালের মধ্যে প্রতিরা খাতে ৬৫.৪ বিলিয়ন ডলার ব্যয় করে আমেরিকা,
চীন
ও রাশিয়ার পর চতুর্থ স্থানটি দখল করে নেবে ভারত। শুধু তা-ই নয়, প্রতিরা
খাতে ব্যয়ের ব্যাপারে ফ্রান্স, জাপান ও ব্রিটেনকেও ছাড়িয়ে যাবে দেশটি।
অর্থনৈতিক টানাপড়েনের কারণে ভারত যখন প্রতিরা খাতে খরচ কমানোর ঘোষণা
দিয়েছে তখন এ পূর্বাভাস দেয়া হলো।
আইএইচএস ও প্রতিরাবিষয়ক বিখ্যাত সাময়িকী জেনস ডিফেন্স উইকলি ভারতের প্রতিরা খাতে ব্যয়সংক্রান্ত পূর্বাভাসে আরো বলেছে, ২০১৫ সালের মধ্যে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার বেড়ে ৮ শতাংশে পৌঁছবে। আর আগামী পাঁচ বছরের মধ্যে ভারতে প্রতিরা খাতে ব্যয়ের পরিমাণ ৫৫.৬ বিলিয়নে গিয়ে ঠেকবে।
জেন ডিফেন্স উইকলির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্পাদক জেমস হার্ডলি বলেছেন, ভূকৌশলগত অবস্থান ও নিজ সমরাস্ত্র নিয়ে অনিশ্চিত অবস্থার কারণে জঙ্গি বিমান, সাবমেরিন, হেলিকপ্টার, হাউটজার কামানসহ প্রতিরার বিভিন্ন েেত্র বিনিয়োগ অব্যাহত রাখবে ভারত।
আইএইচএস ও প্রতিরাবিষয়ক বিখ্যাত সাময়িকী জেনস ডিফেন্স উইকলি ভারতের প্রতিরা খাতে ব্যয়সংক্রান্ত পূর্বাভাসে আরো বলেছে, ২০১৫ সালের মধ্যে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার বেড়ে ৮ শতাংশে পৌঁছবে। আর আগামী পাঁচ বছরের মধ্যে ভারতে প্রতিরা খাতে ব্যয়ের পরিমাণ ৫৫.৬ বিলিয়নে গিয়ে ঠেকবে।
জেন ডিফেন্স উইকলির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্পাদক জেমস হার্ডলি বলেছেন, ভূকৌশলগত অবস্থান ও নিজ সমরাস্ত্র নিয়ে অনিশ্চিত অবস্থার কারণে জঙ্গি বিমান, সাবমেরিন, হেলিকপ্টার, হাউটজার কামানসহ প্রতিরার বিভিন্ন েেত্র বিনিয়োগ অব্যাহত রাখবে ভারত।
No comments