মজিনা বললেন-হরতাল ঘৃণা করি আমি
রাজনৈতিক দলগুলোকে হরতালের বদলে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।
গতকাল শনিবার সকালে গুলশানে আমেরিকান ক্লাবে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন 'হরতাল ঘৃণা করি আমি। শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা খুঁজে বের করতে হবে।'
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মজিনা বলেন, 'একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য দলগুলোকে সমঝোতায় পৌঁছতে হবে। সংলাপের কোনো বিকল্প নেই। এর মাধ্যমেই বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করতে হবে।'
রাষ্ট্রদূত মজিনা বলেন, 'হরতালে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, নেতিবাচক প্রভাব ফেলে। যারা দিন আনে দিন খায় তারা খুব কষ্টের মধ্যে পড়ে। আমি সব দলকে আহ্বান জানাই, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়- এমন একটি উপায় খুঁজে বের করে প্রতিবাদ জানানো জন্য।'
মজিনা আরো বলেন, 'আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে নেতারা সংলাপে বসবেন। তাঁরা সবাই দেশকে ভালোবাসেন। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এ জন্য একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করতে সবাই সংলাপকেই বেছে নেবেন। কারণ সবাই অভিন্ন আকাঙ্ক্ষা পোষণ করেন।' যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অ্যাডভাইজারি কাউন্সিল (ইউএসবিএসি) আয়োজিত এই সেমিনারে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত গবেষক, ছাত্র, শিক্ষক, করপোরেট ব্যক্তিত্বরা অংশ নেন। পেশাগত জীবনে সফলভাবে তাঁরা অর্জিত জ্ঞান ও সাফল্য দেশে প্রয়োগ করবেন বলে সেমিনারে বলা হয়।
সেমিনারে বক্তব্য দেন ইউএসবিএসির চেয়ারপারসন সাবি্বর আহমেদ চৌধুরী, নির্বাহী পরিচালক সামারুখ মহিউদ্দিন, মায়মুনা আহমেদ, মইন গনি, আবুল আজাদ, ইমতিয়াজ চৌধুরী, আনির চৌধুরী, দিদার ইসলাম প্রমুখ।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মজিনা বলেন, 'একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য দলগুলোকে সমঝোতায় পৌঁছতে হবে। সংলাপের কোনো বিকল্প নেই। এর মাধ্যমেই বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করতে হবে।'
রাষ্ট্রদূত মজিনা বলেন, 'হরতালে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, নেতিবাচক প্রভাব ফেলে। যারা দিন আনে দিন খায় তারা খুব কষ্টের মধ্যে পড়ে। আমি সব দলকে আহ্বান জানাই, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়- এমন একটি উপায় খুঁজে বের করে প্রতিবাদ জানানো জন্য।'
মজিনা আরো বলেন, 'আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে নেতারা সংলাপে বসবেন। তাঁরা সবাই দেশকে ভালোবাসেন। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এ জন্য একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করতে সবাই সংলাপকেই বেছে নেবেন। কারণ সবাই অভিন্ন আকাঙ্ক্ষা পোষণ করেন।' যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অ্যাডভাইজারি কাউন্সিল (ইউএসবিএসি) আয়োজিত এই সেমিনারে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত গবেষক, ছাত্র, শিক্ষক, করপোরেট ব্যক্তিত্বরা অংশ নেন। পেশাগত জীবনে সফলভাবে তাঁরা অর্জিত জ্ঞান ও সাফল্য দেশে প্রয়োগ করবেন বলে সেমিনারে বলা হয়।
সেমিনারে বক্তব্য দেন ইউএসবিএসির চেয়ারপারসন সাবি্বর আহমেদ চৌধুরী, নির্বাহী পরিচালক সামারুখ মহিউদ্দিন, মায়মুনা আহমেদ, মইন গনি, আবুল আজাদ, ইমতিয়াজ চৌধুরী, আনির চৌধুরী, দিদার ইসলাম প্রমুখ।
No comments