জীবনযাত্রার মান বেড়েছে
২০১২ সালের শেষে এসে মানুষের জীবনযাত্রার মান আগের বছরের তুলনায় বেড়েছে বলে মনে করছেন সংখ্যাগরিষ্ঠ মানুষ। প্রথম আলোর উদ্যোগে নভেম্বর ২০১২-তে পরিচালিত ওআরজি-কোয়েস্ট লিমিটেডের জরিপের ফলাফলে দেখা যায়, ৪৭ শতাংশ মানুষ বলেছেন, তাঁদের জীবনযাত্রার মান বেড়েছে।
২০১১ সালের তুলনায় তা বেড়েছে ৬ শতাংশ মান। এ জরিপে জীবনমান আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন ৩২ শতাংশ মানুষ। আগের বছরের তুলনায় তা ২ শতাংশ মান কমেছে। ২১ শতাংশ মানুষ বলেছেন, এ ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি।
জরিপে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ক্ষমতা নেওয়ার প্রথম বছর শেষে ৫১ শতাংশ মানুষ বলেছিলেন, তাঁদের জীবনযাত্রার মান বেড়েছে। ২০১০ সালে তা ২ শতাংশ মান বেড়ে ২০১১ সালে অনেকখানি নেমে ৪১ শতাংশে এসে দাঁড়িয়েছিল। গত এক বছরে এ সূচক আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
সরকারের কার্যক্রম: সরকারের কার্যক্রম নিয়ে ২০০৯ সালে সন্তোষ প্রকাশ করেছিলেন ৬৬ শতাংশ মানুষ। ২০১০ ও ২০১১ সালে এ হার কমে দাঁড়ায় যথাক্রমে ৫৮ ও ৪৩ শতাংশ।
২০১২ সালে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে সন্তুষ্টি ও অসন্তুষ্টি—দুই ধরনের মনোভাবই কাছাকাছি ছিল। এ ক্ষেত্রে ইতিবাচক মতামত দিয়েছেন ৪৫ শতাংশ উত্তরদাতা। ৪৯ শতাংশ মানুষ প্রকাশ করেছেন নেতিবাচক মনোভাব। ২০১১ সালের তুলনায় এ ক্ষেত্রে ইতিবাচক মতামত বেড়েছে ২ শতাংশ আর নেতিবাচক মতামত কমেছে ৩ শতাংশ মান। ৬ শতাংশ মানুষ জানিয়েছেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে তাঁরা সন্তুষ্ট বা অসন্তুষ্ট, কোনোটাই নন।
গত চার বছরে সরকারের কার্যক্রমে সন্তুষ্টি-অসন্তুষ্টি নিয়ে শহর ও গ্রামের মানুষের মধ্যে সংখ্যাগত তারতম্য লক্ষ করা গেছে। সরকারের কার্যক্রম নিয়ে শহরের ৪০ শতাংশ মানুষ সন্তোষ প্রকাশ করলেও গ্রামাঞ্চলে এ হার ৪৮ শতাংশ। বয়সের হিসাবে ৩০ বছরের নিচের তরুণদের মধ্যে ৪৩ শতাংশ, ৩১ থেকে ৪৫ বছর বয়সীদের ৪৭ শতাংশ এবং ৪৫ বছরের বেশি বয়স্ক উত্তরদাতাদের ৪৯ শতাংশ বলেছেন, তাঁরা সরকারের কার্যক্রমে সন্তুষ্ট।
জরিপে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ক্ষমতা নেওয়ার প্রথম বছর শেষে ৫১ শতাংশ মানুষ বলেছিলেন, তাঁদের জীবনযাত্রার মান বেড়েছে। ২০১০ সালে তা ২ শতাংশ মান বেড়ে ২০১১ সালে অনেকখানি নেমে ৪১ শতাংশে এসে দাঁড়িয়েছিল। গত এক বছরে এ সূচক আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
সরকারের কার্যক্রম: সরকারের কার্যক্রম নিয়ে ২০০৯ সালে সন্তোষ প্রকাশ করেছিলেন ৬৬ শতাংশ মানুষ। ২০১০ ও ২০১১ সালে এ হার কমে দাঁড়ায় যথাক্রমে ৫৮ ও ৪৩ শতাংশ।
২০১২ সালে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে সন্তুষ্টি ও অসন্তুষ্টি—দুই ধরনের মনোভাবই কাছাকাছি ছিল। এ ক্ষেত্রে ইতিবাচক মতামত দিয়েছেন ৪৫ শতাংশ উত্তরদাতা। ৪৯ শতাংশ মানুষ প্রকাশ করেছেন নেতিবাচক মনোভাব। ২০১১ সালের তুলনায় এ ক্ষেত্রে ইতিবাচক মতামত বেড়েছে ২ শতাংশ আর নেতিবাচক মতামত কমেছে ৩ শতাংশ মান। ৬ শতাংশ মানুষ জানিয়েছেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে তাঁরা সন্তুষ্ট বা অসন্তুষ্ট, কোনোটাই নন।
গত চার বছরে সরকারের কার্যক্রমে সন্তুষ্টি-অসন্তুষ্টি নিয়ে শহর ও গ্রামের মানুষের মধ্যে সংখ্যাগত তারতম্য লক্ষ করা গেছে। সরকারের কার্যক্রম নিয়ে শহরের ৪০ শতাংশ মানুষ সন্তোষ প্রকাশ করলেও গ্রামাঞ্চলে এ হার ৪৮ শতাংশ। বয়সের হিসাবে ৩০ বছরের নিচের তরুণদের মধ্যে ৪৩ শতাংশ, ৩১ থেকে ৪৫ বছর বয়সীদের ৪৭ শতাংশ এবং ৪৫ বছরের বেশি বয়স্ক উত্তরদাতাদের ৪৯ শতাংশ বলেছেন, তাঁরা সরকারের কার্যক্রমে সন্তুষ্ট।
No comments