কেরানীগঞ্জে দুই ছিনতাইকারী গণপিটুনিতে ও মাদক ব্যবসায়ী ছুরিকাঘাতে হত
কেরানীগঞ্জে পৃথক ঘটনায় দুই ছিনতাইকারী ও এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। দৰিণ কেরানীগঞ্জ থানাধীন জিয়ানগর এলাকায় বুধবার ভোরের দিকে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে।
নিহতরা হলো নাদিম (২২) ও বিশু পাগলা ওরফে বিস্কুট পাগলা (২৩)। এ ছাড়াও একই দিনে বেলা ১১টার দিকে কালিগঞ্জ জোড়া ব্রিজের নিচে মাদকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে প্রতিপৰের ছুরিকাঘাতে মাসুম (২৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে জিয়ানগর এলাকায় এক ব্যবসায়ীর পথরোধ করে নাদিম ও বিশু পাগলাসহ ৬ যুবক ছিনতাইয়ের চেষ্টা করে। তার চিৎকারে ওই এলাকার লোকজন তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ৪ যুবক পালিয়ে গেলেও নাদিম ও বিশু পাগলা দৌড়ে পাশের একটি পালাগানের আসরে ঢুকে পড়ে।
No comments