বিভক্ত ডিসিসিঃ ১৮০ দিনে নির্বাচন করতে আবার আইন সংশোধন by মোশতাক আহমেদ
বিদায়ের মুহূর্তে নির্বাচন কমিশন (ইসি) ৯০ দিনের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন না করার সিদ্ধান্তে অনড় থাকায় আবারও আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার। বিদ্যমান আইনে ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে। আসন্ন সংসদ অধিবেশনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র। ২৫ জানুয়ারি সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা।
সরকার ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে গত ২৯ নভেম্বর সংসদে আইন পাস করে। সংশোধিত সিটি করপোরেশন আইন অনুযায়ী কোনো করপোরেশনকে ভাগ করে একাধিক করপোরেশন গঠন করা হলে সেখানে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই হিসেবে ঢাকার দুই সিটিতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। আইনে নির্ধারিত সময়ে ঢাকার দুটি সিটি করপোরেশনে নির্বাচন করার অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা (সিইসি) ও অপর দুই কমিশনারের অবসরে যাওয়াসহ তিন কারণে বর্তমান ইসি বিভক্ত ডিসিসির নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়।
স্থানীয় সরকার বিভাগের কয়েকটি সূত্র জানিয়েছে, ইসি নির্বাচন না করার যে সিদ্ধান্ত নিয়েছে, প্রথমে তা পুনর্বিবেচনার অনুরোধ জানানোর কথা ভাবা হয়েছিল। এ জন্য একটি চিঠির খসড়াও করা হয়। কিন্তু সেখান থেকে সরে এসে তারা এখন আইন সংশোধনের কথা ভাবছে।
স্থানীয় সরকার বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইসি যে অবস্থান নিয়েছে, তাতে আইন সংশোধন করা ছাড়া কোনো বিকল্প নেই। এই কর্মকর্তা বলেন, নির্বাচন ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিনের মধ্যে করার পাশাপাশি প্রশাসকদের মেয়াদও ১৮০ দিন করার কথা চিন্তা করা হচ্ছে। কারণ, কিছুদিনের জন্য আবার নতুন প্রশাসক নিয়োগ করা হলে আরও ঝামেলার সৃষ্টি হবে। আসন্ন সংসদ অধিবেশনেই আইন সংশোধন করা হচ্ছে।
আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘সরকার এখনো আশা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। আর না হলে তো আইন সংশোধন করতেই হবে। এখানে সামান্য সংশোধন হবে। করতে হলে আগামী সংসদ অধিবেশনেই করা হবে।’
ইসি অনীহা প্রকাশের পরপর স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, নতুন ইসির অধীনে বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র জানায়, গত ২৯ নভেম্বর আইন সংশোধনের আগে প্রস্তাবিত সংশোধিত আইনে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রাখার কথা ছিল। পরে তা সংশোধন করা হয়। তা ছাড়া বিদ্যমান আইনে করপোরেশন প্রথম গঠনের ক্ষেত্রে আইন বলবৎ হওয়ার পর ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
No comments