সালোয়ার-কামিজ ধর্ষণের কারণ!

মেয়েদের পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতের অন্ধ্র প্রদেশ পুলিশের মহাপরিচালক বি দীনেশ রেড্ডি। গত শুক্রবার রাজ্যের রাজধানী হায়দরাবাদে এক বৈঠকে তিনি বলেন, মেয়েরা সালোয়ার-কামিজের মতো ফ্যাশনেবল পোশাক পরায় ধর্ষণ বাড়ছে।

এ কথা ফাঁস হতেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। তাঁর এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমও। তবে দীনেশ রেড্ডি দাবি করেছেন, সংবাদমাধ্যম তাঁর কথা বিকৃত করেছে। অন্ধ্র প্রদেশ পুলিশের বার্ষিক সাফল্যের খতিয়ান দিচ্ছিলেন বি দীনেশ রেড্ডি। এ সময় তিনি জানান, অন্ধ্র প্রদেশে ধর্ষণ বেড়েছে। ২০১১ সালের নভেম্বর পর্যন্ত এ রাজ্যে এক হাজার ২৯১টি ধর্ষণ হয়েছে। এর পরই তিনি বলেন, সবাই এখন খুব ফ্যাশন-সচেতন। এমনকি গ্রামেও মেয়েরা সালোয়ার-কামিজ পরে ঘুরে বেড়ায়। এগুলোই ধর্ষকদের ইন্ধন জোগায়।

ওই মন্তব্যের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। নারী সংগঠনগুলো এর তীব্র প্রতিবাদ জানায়। পি চিদাম্বরম বলেন, কে কোথায় কোন পোশাক পরবেন, সেটা তাঁর নিজস্ব ব্যাপার। এ বিষয়ে পুলিশের হস্তক্ষেপ কাম্য নয়।
এর পরই অন্ধ্র প্রদেশ পুলিশের মহাপরিচালকের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, তিনি যেভাবে কথাগুলো বলেছেন, সংবাদমাধ্যমে সেভাবে তা প্রচারিত হয়নি। তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে।

1 comment:

  1. Satkhira Consulting Service

    To offer fee-based Consultancy & Advisory services and to act as intermediary for obtaining services, develop training course and to serve as a source of training to develop the capacity and experience of Bangladeshi consulting firms.
    And act as consultant, Legal representative or Secretary on Company prepare any sorts of Deed, Draft, Contract, Project Profile, M/A & A/A, Joint venture agreement, fill up any prescribed Form and submit to RJSC, BOI, Income Tax, VAT, TIN, NBR, Company Audit any Govt. License, Bangladesh Bank and to any concerned office on behalf of any Local & Foreign individual, Firm, Company and organization.

    Cell: 01558732365, 01196288192,01670339138

    ReplyDelete

Powered by Blogger.