একত্রিশে পড়ল ইন্টারনেট
ইন্টারনেট গত মঙ্গলবার ৩১ বছরে পা দিয়েছে। ১৯৮৩ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ইন্টারনেটের। এ সময়ে বিশ্বের কোটি কোটি মানুষকে 'এক সুতায়' বেঁধেছে যোগাযোগের এ প্রযুক্তি।
এক কম্পিউটারের সঙ্গে আরেক কম্পিউটারের আন্তসংযোগ বা নেটওয়ার্ক প্রযুক্তির ক্ষেত্রে বিরাট বিপ্লব ঘটিয়েছে। এটিই মূলত ইন্টারনেট। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে আর্পানেট নেওয়ার্ককে ইন্টারনেট প্রটোকল সুইটে (আইপিএস) ব্যবহারের সুযোগ দেয় ১৯৮৩ সালের ১ জানুয়ারি। তাই এদিনকে 'ফ্ল্যাগ ডে' বলা হয়। আইপিএস প্রযুক্তির মাধ্যমে তথ্যকে (ডেটা) এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে 'প্যাকেট' করে পাঠানো হয়। এই 'প্যাকেট-সুইচিং' পদ্ধতিই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (ডাব্লিউডাব্লিউডাব্লিউ) মাধ্যমে বিশ্বের সব প্রান্তের কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সূত্র : পিটিআই।
No comments