টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তের হার সবচেয়ে বেশি ফিনল্যান্ডে
ফিনল্যান্ডের শিশুদের মধ্যে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তের হার সবচেয়ে বেশি। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে সুইডেন, সৌদি আরব, নরওয়ে ও যুক্তরাজ্য। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
শিশু এবং তরুণদের (১৮ থেকে ২২ বছর) মধ্যে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। ঘন ঘন তৃষ্ণা ও ক্ষুধা পাওয়া, ওজন কমে যাওয়া, দুর্বল হয়ে পড়া ইত্যাদি এর প্রধান লক্ষণ। টাইপ-২ ডায়াবেটিসের মতো এটির সঙ্গে শরীরের অতিরিক্ত ওজন বা জীবনযাত্রার সম্পর্ক নেই। সম্প্রতি টাইপ-১ ডয়াবেটিসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আইডিএফ। এর ভিত্তিতে ৮৮টি দেশের একটি তালিকা প্রকাশ করেছে তারা। এতে দেখা যায়, ফিনল্যান্ডের প্রতি এক লাখ শিশুর মধ্যে ৫৭ দশমিক ৬টি শিশু টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। দ্বিতীয় অবস্থানে থাকা সুইডেনে এ হার ৪৩ দশমিক ১। এর পরের দেশগুলোর হার যথাক্রমে ৩১ দশমিক ৪ (সৌদি আরব), ২৭ দশমিক ৯ (নরওয়ে) ও ২৪ দশমিক ৫ (যুক্তরাজ্য)। তালিকায় সবচেয়ে নিচে রয়েছে ভেনিজুয়েলা। সূত্র : বিবিসি।
No comments