টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ

প্রিয় পাঠক, আপনাদের মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলো এখানে ছাপা হলো।


অনির্বাণ বাবলু, নবাবপুর
আমি মনে করি, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা নেই। মন্ত্রীরা যদি ব্যাগ নিয়ে বাজারে যেতেন, তবেই বুঝতেন বাজারের অবস্থা।
মো. মিজানুর রহমান, চাকরিজীবী
ডাকবাংলা, মানিকগঞ্জ
সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি চমকে যাওয়ার বিষয়, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের যেন কিছু করার নেই। উদ্দেশ্যমূলকভাবে টিসিবিকে দুর্বল করে রাখা হয়েছে। আর এর দায়ভার বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। এ জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।
হরিদাস কুমার, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
দ্রব্যমূল্যের লাগামহীন দৌরাত্ম্য সাধারণ ভোক্তাদের মারাত্মকভাবে হয়রানি করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। ভোক্তা সংরক্ষণ আইনকে আরও সংস্কার করতে হবে ভোক্তাদের স্বার্থে। বাণিজ্য মন্ত্রণালয়কে আরও তৎপর হতে হবে।
মো. এরশাদ রানা, চট্টগ্রাম
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি সংকল্পবদ্ধ। কিন্তু এটি উপলব্ধি করতে দিচ্ছে না একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। ব্যবসায়ী সিন্ডিকেটদের অচিরে চিহ্নিত করতে হবে।
সাজ্জাদ হোসেন, মতিঝিল, ঢাকা
সদিচ্ছা থাকলেও সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ, বাজার নিয়ন্ত্রণের প্রশাসনিক কাঠামোটাই দুর্বল। আইন আছে, প্রয়োগ নেই—এ নীতি বদলাতে হবে।
আবুল কালাম আজাদ, ফার্মাসিস্ট
ধানমন্ডি
সরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। প্রতিদিন পণ্যের দাম বাড়ছে, সরকার কিছুই করতে পারছে না।
মো. জসিম উদ্দিন, শিক্ষার্থী মোহাম্মদপুর, ঢাকা
যাঁরা সিন্ডিকেট করেন, তাঁরা সরকারদলীয় লোক। বাণিজ্যমন্ত্রীকে এ ব্যাপারে কঠোর হতে হবে।
সাইফুল ইসলাম, শিক্ষার্থী নাখালপাড়া, ঢাকা
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। আমাদের দেশে বাণিজ্যমন্ত্রী আজকে কোনো পণ্য নিয়ে মন্তব্য করলে আগামীকাল সে পণ্যের দাম বেড়ে যায়। তিনি নিজের ব্যর্থতা ঢাকার জন্য মানুষকে কম খেতে বলেছেন, এটা ঠিক নয়।
মঞ্জুরুল হাসান খান
শিক্ষার্থী, ময়মনসিংহ
জিনিসপত্রের দাম বাড়ায় মানুষ যে অস্বস্তিতে আছে, তা নিয়ন্ত্রণে সরকার কোনো ভূমিকাই রাখছে না। কারণ, সরকারের মধ্যে অনেকেই ব্যবসায়ী।
মনিরুজ্জামান
চাকরিজীবী, ময়মনসিংহ
বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা বিশেষ প্রয়োজন। আমদানি বৃদ্ধি পেলে বাজার নিয়ন্ত্রণে আসবে।
মুক্তা রহমান, সমাজকর্মী, চাঁদপুর
বাজার নিয়ন্ত্রণে সরকারের ইচ্ছাশক্তি এবং পরিকল্পনার অভাব সুস্পষ্ট। প্রতিবছর বাজেট ও রোজা সাধারণ মানুষের জন্য ভোগান্তি ডেকে নিয়ে আসে।
মো. ওমর ফারুক
চাকরিজীবী, কুমিল্লা
সরকারে ভূমিকা লোক দেখানো। যদি সরকার সত্যি কোনো ব্যবস্থা নিত, তাহলে বাজার নিয়ন্ত্রণে আসত।
ইউসুফ, চাকরিজীবী, জয়পুরহাট
আমাদের বাণিজ্যমন্ত্রী বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। তাঁর পদত্যাগ করা উচিত।
মো. আবু তাহের, আইন কর্মকর্তা
মৌলভীবাজার
বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা যা-ই থাকুক, প্রকৃতপক্ষে মানুষ সুফল পাচ্ছে না। ভোক্তারা সব দোকানেই নিত্যপণ্যের দামের তালিকা ঝোলানো দেখতে চান। বিএসটিআই, টিসিবি ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।
মো. আবদুল লতিফ, ইউপি সদস্য পাবনা, ভাঙ্গুরা
বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার ন্যূনতম সাফল্য দেখাতে পারেনি। সরকারের কিছু সিদ্ধান্ত এবং বাণিজ্যমন্ত্রীর বক্তব্য দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার জন্য সহায়ক ভূমিকা রাখল। যেখানে নিম্নবিত্তের খাবার জোগাতে হিমশিম খেতে হয়, সেখানে মন্ত্রীর এসব কথা মানায় না।
মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সাবেক ফুটবলার, পশ্চিম কাফরুল, ঢাকা
বিএনপির আমলে এক মন্ত্রী পুত্রহারা মাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, ‘আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন।’ এখন বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘আপনারা কম খান, বাজার নিয়ন্ত্রণে আসবে।’ মন্ত্রী কথা বললেই বাজারদর বাড়ে।
ইব্রাহীম হোসাইন, শিক্ষার্থী জামালপুর
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। সবচেয়ে বড় কথা, সরকার আজ নিজেই নিয়ন্ত্রণহীন। যে কারণে বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের নেই।
সবুজ, চাকরিজীবী, দিনাজপুর
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। বাণিজ্যমন্ত্রী যখন বাজার নিয়ন্ত্রণের কথা বলেন, তখনই দ্রব্যমূল্য বেড়ে যায়।
মহসীন, চাকরিজীবী, মিরপুর
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ।
মো. রোস্তম আলী, শিক্ষক, টাঙ্গাইল
সরকার কোনো ভূমিকা রাখতে পারছে না। সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া, তা না হলে জনগণের কাছে দায়ী থাকতে হবে।
লিমন, শিক্ষার্থী, হাজী মুহসীন সরকারি কলেজ
বাজারে জোগান কম থাকায় দ্রব্যমূল্য বাড়ছে। সরকারের উচিত মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
সৈয়দ মনির আহমেদ, প্রবাসী অক্সিজেন, চট্টগ্রাম
বাণিজ্যমন্ত্রী কম খেতে বলেছেন। এটাই কি তাঁদের সমাধান? আর কিছুই করার নেই?
আবদুল মজিদ, মানিকগঞ্জ
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সফল হতে পারছে না। বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে সংশ্লিষ্ট সবাইকে সৎ হতে হবে।
মো. জহির আলম চৌধুরী
জনপ্রতিনিধি, চট্টগ্রাম
সরকারের কি কিছুই করার নেই? বাণিজ্যমন্ত্রী কি কিছুই বোঝেন না? ৫৬ টাকার চিনি ৭৫ থেকে ৮০ টাকায়ও বাজারে পাওয়া যায় না। তাঁরা কি কিছুই দেখছেন না?
জাহিদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। এর মূল কারণ, উদাসীনতা।
আরিফ বিল্লাহ, শিক্ষার্থী
খুলনা বিশ্ববিদ্যালয়, কয়রা, খুলনা
বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। কেননা, ৪ আগস্ট বাণিজ্যমন্ত্রী সাধারণ মানুষকে কম খাওয়ার পরামর্শ দিয়েছেন। বাণিজ্যমন্ত্রীর এ বক্তব্যে বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ—এটা প্রমাণিত।
এস এ শিপন, শিক্ষক, হাজী ইব্রাহীম আলম চান কলেজ, নারায়ণগঞ্জ
প্রত্যেক সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে ব্যবসায়ীদের কাছে পরাজিত হয়। তাই দ্রব্যের জোগান বৃদ্ধি ছাড়া সেটি সম্ভব নয়। আমদানিনির্ভর দেশ হিসেবে খাদ্যের জোগানের বিষয়টিতে সবার আগে গুরুত্ব দিতে হবে।
পলাশ বণিক, ব্যবসায়ী, সীতাকুণ্ড, চট্টগ্রাম
বাজার নিয়ন্ত্রণে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনা অপ্রতুল। যত দিন পর্যন্ত ব্যবসায়ীদের মধ্যে দেশপ্রেম, সততা ও নিষ্ঠা না আসবে, সরকার হাজারো পদক্ষেপ নিলেও কাজের কাজ কিছু হবে না। বাজার নিয়ন্ত্রণে সরকারের চেয়ে ব্যবসায়ীদের ভূমিকাই বেশি।
মর্তুজা রহমান, চাকরিজীবী, গাজীপুর
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার শতভাগ ব্যর্থ। বাজারের অরাজকতা নিয়ন্ত্রণ করতে না পারলে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে না।
বিকাশ দাস, শিক্ষার্থী, ঢাকা কলেজ
সরকার টিসিবিকে কার্যকরভাবে শক্তিশালী না করায় ব্যবসায়ীরাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে থাকেন। এ বিষয়ে সরকারের বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া ছাড়া উত্তরণ সম্ভব নয়।
মো. আলী আকবর, শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়
গোয়েন্দাদের মাধ্যমে সিন্ডিকেট চিহ্নিত করতে হবে, যাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়।
তানভির হোসেন
শিক্ষার্থী, তিতুমীর কলেজ, ঢাকা
মন্ত্রীর কথাবার্তা যদি এ রকম হয়, তাহলে দেশের অবস্থা এর চেয়ে আর কি ভালো হবে?
সফল তালুকদার, শিক্ষার্থী
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
বাজার নিয়ন্ত্রণ ও যোগাযোগব্যবস্থা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। নিয়ন্ত্রণ বললেই কি কিছু নিয়ন্ত্রিত হয়? তাদের বাজারে নামতে হবে, কমিটি গঠনের মাধ্যমে বাজার পরিচালনা করতে হবে।
মো. শামীম সরকার, শিক্ষার্থী ময়মনসিংহ
বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নেই। সরকারের দ্রুত বাজার নিয়ন্ত্রণ করা উচিত।
ইয়াসিন আরাফাত
শিক্ষার্থী, লোহাগাড়া, চট্টগ্রাম
বাজার নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের ব্যর্থতা। বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী ব্যবসায়ীদের কাছে আত্মসমর্পণ করলেন। একজন বলছেন বাজারে না যেতে, আরেকজন বলছেন কম খেতে। এতে ব্যবসায়ীরা দাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন।
এস এম ছাইফুল্লাহ খালেদ সাংবাদিক, কুতুবদিয়া, কক্সবাজার
মন্ত্রীর অযোগ্যতার দরুন বাজারের এ অবস্থার সৃষ্টি হয়েছে। আসলে সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে অধিকাংশই অনভিজ্ঞ।
এম এস আই সাগর, চাকরিজীবী
ভাঙ্গা, ফরিদপুর
বাজার নিয়ন্ত্রণে সরকারের যথেষ্ট পদক্ষেপ নেওয়া উচিত। বাণিজ্যমন্ত্রীর ভেবেচিন্তে কথা বলা এবং কাজ করা উচিত।
হুমায়ুন কবির
শিক্ষার্থী, লোহাগাড়া, চট্টগ্রাম
সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি। যে কারণে ব্যবসায়ীরা যেমন ইচ্ছে তেমন করছেন। আর সরকার নীরব দর্শকের ভূমিকায়।
ফারুক আহেমদ, সাংবাদিক রাজশাহী
রমজান মাসে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য অস্থিতিশীল করেছেন। সরকারের উচিত তাঁদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া।
মো. শেখ সাদী, শিক্ষার্থী
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
দ্রব্যমূল্য লাগামছাড়া, এটা সরকারকে স্পর্শ না করলেও সাধারণ মানুষকে ভোগাচ্ছে। ব্যবসায়ীরা কেন নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করেন, সরকারের তা খতিয়ে দেখা উচিত।
ফরিহা ইসলাম
শিক্ষার্থী, হলিক্রস কলেজ, ঢাকা
যে দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই দ্রব্যে ভর্তুকি দিয়ে নির্দিষ্ট দামে জনসাধারণের হাতে তুলে দিতে পারে সরকার। আর সে জন্য টিসিবিকে সচল করতে হবে।
মো. রমিজ উদ্দিন
চাকরিজীবী, চট্টগ্রাম
স্বল্প আহারের পরামর্শ যুগোপযোগী। কিন্তু সেই সঙ্গে খাবারের মেন্যু ও পরিমাণ উল্লেখ করা একান্ত প্রয়োজন।
মো. আল মাহমুদ, শিক্ষার্থী, রায়গঞ্জ
বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ। সারা দেশে যদি ভ্রাম্যমাণ আদালত থাকতেন, তাহলে ভালো ফল পাওয়া যেত।
ইলিয়াস হায়দার, কর্মী, শিবপুর
ব্যবসায়ীরা দ্রব্যমূল্য যে হারে বাড়িয়ে চলেছেন, তাতে সাধারণ মানুষের শ্বাসরুদ্ধকর অবস্থা। সরকার কার্যকর পদক্ষেপ নিলে মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব।
পুলক চাকমা, শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতা শুধু সরকারের নয়। কারণ, এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ব্যবসায়ীরা।
মেহেদী হাসান, শিক্ষার্থী, দিনাজপুর
সরকরকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। যাতে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি রোধ করা যায়।
আসিফ, চাকরিজীবী
তেজগাঁও, ঢাকা
প্রধানমন্ত্রীর উচিত নিজে দায়িত্ব নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। আর বাণিজ্যমন্ত্রীর উল্টাপাল্টা কথা বলা বন্ধ করতে হবে।
তন্ময়, শিক্ষার্থী, নর্দান বিশ্ববিদ্যালয়
যাঁদের হাতে দায়িত্ব আছে, তাঁদের দ্বারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়। মন্ত্রী অনেক চেষ্টার পর রায় দিলেন কম খাওয়ার।
ওয়াহিদ মুরাদ
স্বরূপকাঠি, পিরোজপুর
নিত্যপণ্যের দাম সরকার অবশ্যই কমাতে সক্ষম হবে, যদি সিন্ডিকেটের ওপর নজরদারি বাড়ায়। তাদের একচেটিয়া ব্যবসায় সরকার বিব্রত; পাশাপাশি জনগণও অতিষ্ঠ। বেশি মুনাফালোভী ব্যবসায়ীদের জনগণকে নিয়ে খেলা করার প্রবণতা রোধ করতে হবে। আইনের হাতে অবশ্যই তুলে দিতে হবে চোরাকারবারিদের। মজুদদারেরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন, সে জন্য সব মহলের ইতিবাচক ভূমিকা কাম্য।
সেতু বায়েজিদ, গৃহিণী, চট্টগ্রাম
সরকার যদি কমিটির মাধ্যমে বাজার পরিচালনা করে, তবে বাজার নিয়ন্ত্রিত হবে।

No comments

Powered by Blogger.