কমনওয়েলথের ট্রায়াল_ সবচেয়ে বড় দল ভারতের
চলতি বছরের ডিসেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে সাফল্য ছিনিয়ে নেয়াটাই এখন ভারতীয় ক্রীড়াবিদদের ধ্যানজ্ঞান। এছাড়া আর কিছু ভাবছে না তারা।
বাংলাদেশে অনুষ্ঠেয় ১১তম এসএ গেমসকে কমনওয়েলথের ট্রায়াল হিসেবে নিচ্ছে এই অঞ্চলে খেলাধুলায় সবচেয়ে শক্তিশালী দেশ ভারত। সম্প্রতি ঢাকা সফরে এসে ভারতীয় দলের সেফ দ্যা মিশন পরেশনাথ মুখার্জি এই তথ্য দিলেন। অতীতেও ঢাকায় আসার অভিজ্ঞতা থেকে এবারের এসএ গেমসের বিভিন্ন ভেনু্য নিয়ে পরেশনাথের বক্তব্য, 'সাফ অঞ্চলের দেশগুলোর বৈশিষ্ট্যই হলো শেষ মুহূর্তে সব কিছু কাজ সমাপ্ত করা। সেৰেত্রে এখনও যে বিভিন্ন ভেনু্যর কাজ চলছে তাতে আমি খুব বেশি অবাক হইনি। আশা করি গেমস শুরম্নর আগে সব প্রস্তুতি শেষ হবে। উলেস্নখ্য, ভারতসহ অতিথি সব দেশের শেফ দ্যা মিশনগণ বিভিন্ন ভেনু্য ঘুরে দেখে গেছেন ।সাড়ে ৪০০ ক্রীড়াবিদ নিয়ে ঢাকা এসএ গেমসে অংশ নেবে ভারত। অর্থাৎ সবচেয়ে বড় কন্টিনজেন্ট হতে যাচ্ছে তাদের। পরেশনাথ জানালেন, '২৩ ডিসিপিস্ননের অনত্মর্ভুক্ত সব ইভেন্টেই ভারতীয় দল অংশ নেবে। প্রতি আসরের মতো এবারও তারা স্বর্ণ শিকারে শীর্ষে থাকতে চায়। ভারতের বিভিন্ন শহরে আলাদাভাবে অনুশীলন করছে ক্রীড়াবীদরা। কলকাতায় আছে আর্চারি ও মহিলা ফুটবল দল। ভারত এসএ গেমসকে সামনে রেখে আলাদাভাবে কোন ট্রেনিং কর্মসূচী নেয়নি। কারণ সামনে কমনওয়েলথ গেমসে। এই কারণে এমনিতে দীর্ঘমেয়াদী প্রশিৰণ চলছে। তারই ট্রায়াল হিসেবে ঢাকা এসএ গেমসে অংশ নেবে ক্রীড়াবিদরা।'
No comments