আমরা শীঘ্রই সংসদে ফিরব সাকা
প্রধান বিরোধী দল বিএনপি শীঘ্রই সংসদে ফিরছে বলে দাবি করলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপি। তিনি বলেন, সরকারী দলের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আপনাদের আমরা সময় দিচ্ছি।
আমরা শীঘ্রই সংসদে ফিরব। তাই বিরোধী দলকে মোকাবেলা করতে সরকারী দলকে প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি।মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের লাভ ৰতি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সপ্তম ও অষ্টম সংসদে আওয়ামী লীগের উপস্থিতির পরিসংখ্যান উলেস্নখ করে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, নবম জাতীয় সংসদে বিরোধী দল বিএনপি মাত্র ৬৪ দিন অনুপস্থিত।
বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত এ গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর সফরে ভারতের শতভাগ লাভ হলেও বাংলাদেশের কোন লাভ হয়নি বলে বক্তারা আলোচনা করেন। গোলটেবিল বৈঠকে মূল বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম। বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি খোন্দকার গোলাম মতর্ুজা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, ডেমোক্র্যাটিক এলায়েন্সের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি, ন্যাপ-এর মহাসচিব এম গোলাম মোসত্মফা ভূঁইয়া, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরম্নলস্নাহ প্রমুখ।
সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে এই চুক্তি বাঁচাতে পারেনি। আপনাকেও বাঁচাতে পারবে না। আপনাকে বাঁচাতে পারবে একমাত্র আলস্নাহ এবং এরপর দেশের জনগণ। অথচ দেশের জনগণের কোন উপকারে আসেনি ভারতের সঙ্গে চুক্তি হয়েছে তাতে। শেখ হাসিনার ভারত সফর ব্যর্থ উলেস্নখ করে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, কার স্বার্থ রৰা হয়েছে এই চুক্তিতে এটা অগি্নপরীৰা। প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, কোন দুর্বলতার কারণে ভারতের সঙ্গে গোপন নিরাপত্তার চুক্তি করেছেন তা জাতি জানতে চায়।
No comments