পাহাড়ী-বাঙালী ডাকে রাঙ্গামাটিতে পাল্টাপাল্টি সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৬ জানুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী_বাঙালীর ডাকে পাল্টাপাল্টি সড়ক অবোরোধ পালিত হযেছে। উভয় গ্রম্নপের ডাকে মঙ্গলবার বাঘাইছড়ি-দীঘিনালা ও সাজেক_ দীঘিনালা সড়ক অচল হয়ে পড়ে।
বেদখল হয়ে যাওয়া পাহাড়ী জমি উদ্ধার ও সাজেক থেকে নতুন বসতিকারী বাঙালীদের প্রত্যাহারসহ অস্থায়ী সেনা ক্যাম্প সরিয়ে নেয়ার দাবিতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে আদিবাসীরা রবিবার থেকে সাজেক-দীঘিনালা সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরম্ন করে। প্রথম দিনে আবরোধকারীদের সঙ্গে বাঙ্গালী ছাত্র পরিষদের মধ্যে সংর্ঘষ হয়। এই ঘটনার প্রতিবাদে চারদলীয় জোট সমর্থিত বাঙালী ছাত্র পরিষদ মঙ্গলবার বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক অর্ধদিবস অবরোধের ডাক দেয়। ফলে উভয় দলের ডাকে সড়ক অবরোধ কড়াকড়িভাবে পালিত হয়েছে। তারা ওই সড়ক দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে দেয়নি। বাঙালী ছাত্র পরিষদ পাহাড়ে চাঁদাবাজি, খুন ও অপহরণ বন্ধের দাবিতে এই সড়ক অবরোধের ডাক দেয়। এদিকে আদিবাসীরা তাদের দাবি আদায়ের জন্য গত ১৮ জানুয়ারি থেকে বাঘাইহাট বাজার বয়কট করে আসছে। এই সমস্যা নিরসনের জন্য বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান বিষকেতু ও বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার সাজেকের গই্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনাসভা করেন।

No comments

Powered by Blogger.