রবিঠাকুরের পথেই... by রাধা কান্ত রায়

কত শত বছর আগে বাংলার বিজয় সিংহ শ্রীলংকা জয় করে নাম রেখেছিলেন সিংহল। থাকল কি সেটা? হয়ে গেল শ্রীলংকা। বঙ্গদেশ ভাগ করে নাম রাখা হলো পূর্ব পাকিস্তান। হয়ে গেল বাংলাদেশ। মাদ্রাজ থাকল না, হলো চেন্নাই। আমাদের রেহাই নেই।


নিজেদের ভূমি সন্তান ভেবে বঙ্গজননীর মধুর মূরতি মুখখানির পানে চেয়ে সব ভিমরতি সরাতে হবে মন থেকে।
নিজে ১০ বছর আগে কলকাতা গিয়েছিলাম। রাত ১০টায় ট্রামে দেখছি কলকাতা। পাশের সিটে এক বৃদ্ধ লোক। নিজে থেকেই বললেন, আপনি নিশ্চয়ই বাংলাদেশের সিলেটের। হ্যাঁ বলেই বললাম, আপনি বোধহয় পশ্চিমবঙ্গের। তখনই তার প্রশ্ন, পশ্চিমবঙ্গ কেন বললেন। বাংলার কি পূর্বেও একটি অংশ আছে? পূর্ব না থাকলে এটাকে পশ্চিম বলার যুক্তি কী? কথাটা সেদিন মেনে নিয়েছিলাম। কিন্তু ১৪ জুলাই সমকালে মাহবুব মোর্শেদের পশ্চিমবঙ্গ শিরোনামের লেখাটা পড়ে নতুন করে ভাবনা হলো। পশ্চিমবঙ্গ ভাবছে, তাদের বাংলার পূর্ব অংশ যখন নেই তখন আর পশ্চিমবঙ্গ নাম ধরে রেখেইবা লাভ কী? তার চেয়ে শুধু বাংলা রাখলেই তো হয়। কিন্তু না, এখানেও রয়েছে সংশয়। ভাষা অনুযায়ী দেশের নাম হতে পারে না; কারণ একটা দেশে অনেক ভাষাভাষী লোক থাকে। কলকাতায় গুজরাটি, বিহারি, তামিল, চীনা, হিন্দি আরও কত ভাষার লোক থাকে। ঠিক তেমনি ধর্ম হিসেবেও নাম হতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ভাবছেন বঙ্গভূমি নামটা কেমন হয়। এ নামটা হলে ভাষা ধর্ম বিভিন্ন জাতি সবারই মানবাধিকার সংরক্ষিত থাকবে সমানভাবে। এ যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই চলা পথে চলা। হ ঢাকা

No comments

Powered by Blogger.