নেতানিয়াহুকে অভিনন্দন, ফিলিস্তিন ও ইরান ইস্যুতে অনড় ওবামা
মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল ইসরাইলে তৃতীয় মেয়াদে নির্বাচিত
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। তবে
ওবামা প্রশাসন ও নেতানিয়াহুর সাম্প্রতিক শীতল সম্পর্কের জেরে অভিনন্দন
জানাতে ফোন কলটা করতেও খানিকটা সময় নিয়েছেন ওবামা। এ খবর দিয়েছে বার্তা
সংস্থা আইএএনএস। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, দুই-রাষ্ট্র সমাধানে
যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিশ্রুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন ওবামা।
এর ফলে, একটি সুরক্ষিত ইসরাইলের পাশাপাশি সার্বভৌম ও নিজ ক্ষমতায় টিকে
থাকতে সমর্থ ফিলিস্তিন রাষ্ট্রের সৃষ্টি হবে। নির্বাচনের প্রাক্কালে
নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী
পুনঃনির্বাচিত হলে, ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। দুই-রাষ্ট্র সমাধান এখন
অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন নেতানিয়াহু। পূর্বের অবস্থান থেকে সরে এসে
তার এ প্রতিশ্রুতির মাধ্যমে নতুন বিতর্ক উস্কে দেন ইসরাইলি প্রধানমন্ত্রী,
যা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন পরীক্ষায়
ফেলবে। এদিকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ইস্যুতে ওবামা আবারও তার পূর্বের
অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। সদ্য-সমাপ্ত নির্বাচনে নেতানিয়াহুর
নেতৃত্বাধীন ডানপন্থী লিকুদ পার্টি পরাজিত করে আইজ্যাক হেরজোগের
নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী জিওনিস্ট ইউনিয়নকে। নির্বাচন-পূর্ব মতামত
জরিপগুলো বিশ্লেষণে এ জয়কে অনেকটা অপ্রত্যাশিতই ভাবা হচ্ছিল। ওবামা ও
নেতানিয়াহুর সম্পর্ক সম্প্রতি নানা পরীক্ষা ও সমস্যার মধ্য দিয়ে গেছে।
ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতায় রিপাবলিকানদের আমন্ত্রণে মার্কিন
পার্লামেন্টে একতরফা বক্তব্য দিয়ে সে সম্পর্কটা আরও তিক্ত করেছেন
নেতানিয়াহু। ইসরাইলে নির্বাচনের প্রাক্কালে ওবামা বলেছিলেন, ইসরাইলের
ভবিষ্যত প্রধানমন্ত্রী যিনিই নির্বাচিত হবেন, তার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে
কাজ করতে প্রস্তুত তিনি। হোয়াইট হাউস থেকে দেয়া ওই বিবৃতিতে ইসরাইলের
সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
No comments