ফিরে দেখাঃ এ কে ফজলুল হক by ইমরান রহমান
১৮৭৩ সালের ২৬ অক্টোবর বর্তমান ঝালকাঠি জেলায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক। তার বাবার বাড়ি বরিশালের চাখারে। তার বাবার নাম কাজী মুহাম্মদ ওয়াজেদ এবং মায়ের নাম সাইদুন্নেসা খাতুন। স্থানীয় মাদ্রাসায় তার পড়াশোনা শুরু। ১৮৯০ সালে তিনি এন্ট্রান্স পাস করেন। ১৮৯২ সালে কলকাতা থেকে এফএ পাস করেন।
পরবর্তীকালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি দ্বিতীয় মুসলিম যিনি ভারতীয় উপমহাদেশে আইনে ডিগ্রি লাভ করেন। বাবার মৃত্যুর পর বরিশাল শহরে তিনি আইন পেশায় নিয়োজিত হন। ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীকালে পাবলিক সার্ভিস থেকে পদত্যাগ করে কলকাতা হাইকোর্টে আইন পেশা শুরু করেন। ১৯১৩ সালে ঢাকা থেকে তিনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯১৩ থেকে ১৯১৬ সাল পর্যন্ত তিনি বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সেক্রেটারি এবং সর্বভারতীয় মুসলিম লীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লক্ষ্মৌ চুক্তি বাস্তবায়নে তার ছিল কার্যকর ভূমিকা। ১৯১৯ সালে তিনি খেলাফত আন্দোলনে অংশ নেন। ১৯৩৫ সালে তিনি কলকাতার প্রথম মুসলিম মেয়র মনোনীত হন। ১৯৩৭ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪০ সালে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কেন্দ্রীয় সম্মেলনে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। ব্যক্তিগত জীবনে মহান এই নেতা ছিলেন খুবই সাদাসিধে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি খাদিজা বেগমকে বিয়ে করেন। ১৯৬২ সালের ২৭ এপ্রিল তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
No comments