ফেসবুক বন্ধের প্রশ্নই উঠে না

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ফেসবুক কোনো ‘ঘণ্টার’ জন্য বন্ধ হচ্ছে না। মন্ত্রণালয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। ফেসবুক বন্ধ করার প্রশ্নই ওঠে না। গতকাল বেলা তিনটায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মধ্যরাতে ফেসবুক ছয় ঘণ্টা বন্ধ থাকবে এ ধরনের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হওয়ারও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। ভবিষ্যতে এ ইস্যু নিয়ে নিউজ করার আগে সাংবাদিকদের তার সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দেন। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য সাংবাদিকদের ডেকেছি। আমাদের কাছে কারিগরি মতামত চাওয়া হয়েছিল। আমরা এ বিষয়ে ফেসবুক বন্ধ না করার পক্ষে মতামত দিয়েছি। এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা দুঃখজনক। আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানিয়েছি। নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। তারানা হালিম আরো বলেন, ফেসবুকের ক্ষেত্রে প্রাইভেসি ফিচার ব্যবহার করাসহ সচেতনতা বাড়াতে আমরা কাজ করতে পারি। আমি আবারও দৃঢ়ভাবে বলতে চাই, এরকম কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি। ফেসবুকে যেসব মন্তব্য, প্রতি মন্তব্য ও স্ট্যাটাস দেয়া হয়েছে, তা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে দেয়া হয়েছে। ফেসবুক বন্ধ করা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা করেছে বা সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো কাগজপত্র কেউ দেখাতে পারবেন না। আশা করি, এ নিয়ে সবার সংশয় দূর হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সমপ্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাছে জানাতে চায়, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখা যায় কিনা। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি এড়ানো ও কর্মঘণ্টা যাতে নষ্ট না হয় সেজন্য এ পরামর্শ চাওয়া হয়। এরপর থেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা-বিতর্ক চলতে থাকে। বর্তমানে দেশে আড়াই কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বাড়ছে। ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী ছিল ১ কোটি ৭০ লাখ। ওই সময় ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৫ কোটি। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্র বলছে, বর্তমানে দেশে ২ কোটি ৪০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। দেশে যত সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহৃত হচ্ছে, এর মধ্যে ৯৯ শতাংশই ফেসবুক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সামপ্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২৩ দশমিক ৩ মিলিয়ন বা ২ কোটি ৩৩ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। এর মধ্যে ১ কোটি ৭০ লাখ পুরুষ আর ৬৩ লাখ নারী। ফেসবুক ব্যবহারকারীদের ৯৩ শতাংশের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। এর মধ্যে মোবাইল ডিভাইস থেকে ২ কোটি ২৬ লাখ মানুষ ফেসবুকে ঢুকছেন। যার মধ্যে ১ কোটি ২০ লাখ মানুষ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন। ওয়াই-ফাই ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারী মাত্র ১৯ লাখ। থ্রিজিতে ফেসবুক ব্যবহারকারী ১ কোটি ৯০ লাখ। বাংলাদেশে ফেসবুক পেজের অ্যাডমিন আছেন ২৯ লাখ।

No comments

Powered by Blogger.