গেমস- সাবমেরিনের খেলা
পানির নিচে স্বাধীনভাবে চলাচলে সক্ষম নৌযান হচ্ছে সাবমেরিন। সাবমেরিন চালাতে বা এতে চড়ে ঘোরার শখ হতে পারে কারও কারও।কিন্তু চাইলেতো আর তা সম্ভব নয়।
কারণ, এর প্রতিটির জন্য দরকার দীর্ঘ প্রস্তুতি। সেই সঙ্গে পর্যাপ্ত সুযোগ-সুবিধা, যা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে চিন্তা করতেই সাহসের দরকার হয়।
এসব বিষয় চিন্তা করে ইউবি সফট এ মাসে বাজারে এনেছে সাবমেরিন সিমুলেশন গেমস সাইলেন্ট হান্টার: উলভস অব দ্য প্যাসিফিক। গেমসের প্রেক্ষাপট বিস্তৃত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় প্রশান্ত মহাসাগরের যুদ্ধ নিয়ে। বিভিন্ন নতুন বিষয়ের সঙ্গে এই গেমসে আছে উন্নত নেভিগেশন মানচিত্র। গেমারের কাজ হবে গেমসে সাবমেরিনের নেতৃত্ব দেওয়া, সেই সঙ্গে শত্রু জাহাজগুলো ধ্বংস করা। কিন্তু দক্ষতা ধীরে ধীরে বৃদ্ধি করতে না পারলে যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদের অভাব ঘটবে, যা গেমারকে খুব দ্রুত বিপদে ফেলবে। গ্রাফিক্স ও সুরের সমন্বয় করে পুরো গেমসে সৃষ্টি করা হয়েছে প্রশান্ত মহাসাগরের অতল জলরাশি। সুতরাং, সাগরের তল জয় করার জন্য গেমস হিসেবে আসছে উলভস অব দ্য প্যাসিফিক।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি
প্রসেসর: ১ গিগাহার্টজ
ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটর
সিডি-রম ড্রাইভ: ৮ এক্স
র্যা ম: ৫১২ মেগাবাইট
ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক: ৫০০০ মেগাবাইট খালি জায়গা
এসব বিষয় চিন্তা করে ইউবি সফট এ মাসে বাজারে এনেছে সাবমেরিন সিমুলেশন গেমস সাইলেন্ট হান্টার: উলভস অব দ্য প্যাসিফিক। গেমসের প্রেক্ষাপট বিস্তৃত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় প্রশান্ত মহাসাগরের যুদ্ধ নিয়ে। বিভিন্ন নতুন বিষয়ের সঙ্গে এই গেমসে আছে উন্নত নেভিগেশন মানচিত্র। গেমারের কাজ হবে গেমসে সাবমেরিনের নেতৃত্ব দেওয়া, সেই সঙ্গে শত্রু জাহাজগুলো ধ্বংস করা। কিন্তু দক্ষতা ধীরে ধীরে বৃদ্ধি করতে না পারলে যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদের অভাব ঘটবে, যা গেমারকে খুব দ্রুত বিপদে ফেলবে। গ্রাফিক্স ও সুরের সমন্বয় করে পুরো গেমসে সৃষ্টি করা হয়েছে প্রশান্ত মহাসাগরের অতল জলরাশি। সুতরাং, সাগরের তল জয় করার জন্য গেমস হিসেবে আসছে উলভস অব দ্য প্যাসিফিক।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি
প্রসেসর: ১ গিগাহার্টজ
ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটর
সিডি-রম ড্রাইভ: ৮ এক্স
র্যা ম: ৫১২ মেগাবাইট
ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক: ৫০০০ মেগাবাইট খালি জায়গা
No comments