রসকারণ-মেয়েশিশুরা কেন গোলাপি জামা পরে? by আব্দুল কাইয়ুম
খুব ছোট শিশুরা দেখতে প্রায় একই রকম। কে ছেলে, কে মেয়েশিশু তা চেহারা দেখে বোঝা মুশকিল। এ জন্য বিশেষ রঙের পোশাক ব্যবহারের চল হয়। প্রাচীন ইউরোপে ধারণা করা হতো, শিশুদের আশপাশে সব সময় ভূত-পেতনি ঘোরাঘুরি করে, কিন্তু বিশেষ রং দেখলে ওরা পালিয়ে যায়, শিশুর ক্ষতি করতে পারে না।
এ জন্য শিশুর মা-বাবা ছেলে শিশুদের নীল পোশাক পরানোর কথা ভাবেন। কারণ, আকাশের রং নীল, আর আকাশ হলো স্বর্গীয় ব্যাপার। তাই নীল রং নিশ্চয় খুব শক্তিশালী। ওরা প্রথম দিকে শুধু ছেলেশিশুদের বাঁচানোর কথাই চিন্তা করত, কারণ ওরা ভাবত, মেয়েশিশুদের নিয়ে ভূত-প্রেতের মাথাব্যথা নেই। তাই প্রথম দিকে মেয়েশিশুর জন্য নির্দিষ্ট কোনো রঙের জামা ছিল না। কিন্তু পরে মেয়েশিশুর জন্য গোলাপি জামার প্রচলন হয়। কারণ, ইউরোপের পুরোনো লোককাহিনিতে বলা হয়, মেয়েশিশুরা গোলাপি রঙের গোলাপ ফুলের ভেতর জন্ম নেয়।
No comments