অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রী-সন্তানদের হাতে বেশি বেশি বই তুলে দিনpres

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও অমর একুশের চেতনা চিরদিন সমুজ্জ্বল রাখতে নতুন প্রজন্মকে নতুন বইয়ের অবারিত ভান্ডারের সঙ্গে পরিচিত করার মাধ্যমে বই পড়ায় উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা ২০১২ উদ্বোধনকালে শেখ হাসিনা এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনাদের সন্তানদের হাতে বেশি বেশি বই তুলে দিন এবং সমাজকে আলোকিত করায় অবদান রাখুন।’ খবর বাসসের।
শেখ হাসিনা সৃজনশীল লেখনীর মাধ্যমে একুশের চেতনা সমুন্নত রাখতে ও বিপথগামীদের সঠিক পথে ফিরিয়ে আনার প্রয়াস চালাতে কবি ও সাহিত্যিকদের প্রতি আহ্বান জানান। তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একুশ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ ও গৌরবের এক উৎসমূল। এই চেতনার প্রতিমূর্তি হচ্ছে—অমর একুশে গ্রন্থমেলা।
প্রধানমন্ত্রী বলেন, একুশে গ্রন্থমেলা বাঙালির সাংস্কৃতিক উজ্জীবনের উজ্জ্বল স্মারক ও দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব যা বাঙালির আত্মোপলব্ধি, আত্ম-আবিষ্কার ও আত্মপ্রকাশের উৎসস্থল। বাংলা একাডেমীর চেয়ারম্যান অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কবি, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক এবং লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল ল্যাংগুয়েজ অ্যান্ড আফ্রিকান স্টাডিজের সাবেক অধ্যাপক উইলিয়াম রাডিচি।অন্যান্যের মধ্যে তথ্য এবং সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এতে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
প্রধানমন্ত্রী মানসম্পন্ন বই প্রকাশের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘গ্রন্থমেলা উপলক্ষে প্রতিবছর বহু বই বের হয়। কিন্তু সংখ্যার চেয়ে মানের দিকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে।’
শেখ হাসিনা লেখকদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে তাদের অধিকার সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং লেখক ও প্রকাশকদের কপিরাইট সংরক্ষণে আরও বেশি উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

No comments

Powered by Blogger.