মতবিনিময় সভায় যোগাযোগমন্ত্রী-নিম্নমানের চীনা বাস কেনার কারণ কী?
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চীন থেকে কেনা নিম্নমানের বাস নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে অনেক দিন ধরে। গতকাল বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরও ওই বাস কেনার সমালোচনা করেন। বিআরটিসির কর্মকর্তাদের কাছে ওই বাস কেনার কারণ জানতে চান তিনি। গতকাল দুপুরে বিআরটিসির কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী এ কথা জানতে চান। মন্ত্রী হওয়ার পর গতকালই প্রথম তিনি বিআরটিসিতে যান।
বিআরটিসির পরিচালক (টেকনিক্যাল) কাজী জহিরুল হক চীনা বাস কেনার পেছনে আইন অনুযায়ী দরপত্রের কথা উল্লেখ করলে মন্ত্রী বলেন, ‘আইন মেনে কি আমরা নিম্নমানের বাস কিনব, যে বাসগুলো কেনার পরেই ঝুলে গেছে।’ সভায় আনফিট গাড়ি রাস্তায় চলাচল করতে না দিয়ে ওয়ার্কশপে পাঠানোরও নির্দেশ দেন মন্ত্রী।
বিআরটিসির চেয়ারম্যান মেজর (অব.) এম এম ইকবাল বিগত সময়ের বিভিন্ন উদাহরণ দিয়ে কথা বলতে চাইলে মন্ত্রী তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘ওই আমলে যাবেন না। সামনে দৃষ্টি রাখবেন।’
মন্ত্রী বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের অনেক বদনাম আছে। সমন্বয়ের অভাব আছে। আমি বদনামের ভাগীদার হতে চাই না। এ ছাড়া আমি অতীত নিয়েও ঘাঁটাঘাঁটি করতে চাই না। সে সময়ও আমার নেই। তবে অতীত থেকে শিক্ষা নিতে হবে।’
বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে সরকারের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী সভায় বলেন, ‘বাড়তি ভাড়া নেওয়ার জন্য আমাকেও কথা শুনতে হবে।’
পরিবহনে বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বিভিন্ন যুক্তি তুলে ধরতে চাইলে মন্ত্রী বলেন, ‘মনে রাখবেন, ঢাকা ও চট্টগ্রাম নগরে যানবাহনের ভাড়া সরকার এখনো বাড়ায়নি। তার আগেই এ দুই নগরে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।’ সভায় যোগাযোগসচিব এম এ এন সিদ্দিক এবং মন্ত্রণালয় ও বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরটিসির চেয়ারম্যান মেজর (অব.) এম এম ইকবাল বিগত সময়ের বিভিন্ন উদাহরণ দিয়ে কথা বলতে চাইলে মন্ত্রী তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘ওই আমলে যাবেন না। সামনে দৃষ্টি রাখবেন।’
মন্ত্রী বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের অনেক বদনাম আছে। সমন্বয়ের অভাব আছে। আমি বদনামের ভাগীদার হতে চাই না। এ ছাড়া আমি অতীত নিয়েও ঘাঁটাঘাঁটি করতে চাই না। সে সময়ও আমার নেই। তবে অতীত থেকে শিক্ষা নিতে হবে।’
বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে সরকারের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী সভায় বলেন, ‘বাড়তি ভাড়া নেওয়ার জন্য আমাকেও কথা শুনতে হবে।’
পরিবহনে বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বিভিন্ন যুক্তি তুলে ধরতে চাইলে মন্ত্রী বলেন, ‘মনে রাখবেন, ঢাকা ও চট্টগ্রাম নগরে যানবাহনের ভাড়া সরকার এখনো বাড়ায়নি। তার আগেই এ দুই নগরে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।’ সভায় যোগাযোগসচিব এম এ এন সিদ্দিক এবং মন্ত্রণালয় ও বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments