ইউনান-বাংলাদেশ সংলাপে ঢাকা ঘোষণা গৃহীত

বাংলাদেশ ও চীনের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ইউনান-বাংলাদেশ সহযোগিতা সংলাপ। পাশাপাশি এই সংলাপে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) ও চীনের ইউনান প্রদেশের ইউনান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (ওয়াইডিআরসি) যৌথভাবে রাজধানীর একটি হোটেলে


গতকাল বৃহস্পতিবার এই সংলাপের আয়োজন করে। বিআইপিএসএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আট দফা-সংবলিত ‘ঢাকা ঘোষণা-২০১২’-এর মধ্য দিয়ে সংলাপ শেষ হয়েছে। এবারের সংলাপে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, দ্বিপক্ষীয়, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক স্তরে দুই দেশের যোগাযোগ সম্প্রসারণসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে দুই দেশের জ্যেষ্ঠ বিশেষজ্ঞরা সার্ক যোগ এক এবং বাংলাদেশ-চীন যোগাযোগ সম্প্রসারণ ও বাণিজ্য অংশীদারির ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।
আট দফার ঢাকা ঘোষণায় বাণিজ্য সম্প্রসারণে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি বিনিময় ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
যোগাযোগ সম্প্রসারণের অংশ হিসেবে কুনমিং-ঢাকা সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় দুই দেশের সরকারকে যৌথ সমীক্ষা চালানোর আহ্বান জানানো হয়েছে। দীর্ঘ মেয়াদে বাংলাদেশ ও চীন, বিশেষ করে ইউনান প্রদেশের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শিক্ষা খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
‘ঢাকা ঘোষণা’য় দুই দেশের নিরাপত্তা সহযোগিতা বাড়াতে দারিদ্র্য বিমোচন এবং খাদ্য, জ্বালানি ও পরিবেশ নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে ।

No comments

Powered by Blogger.