সানার বাইরে আলোচনা চান মনসুর হাদী
ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু আল-মনসুর হাদী রাজধানী সানার বাইরের কোনো স্থানে দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন। জাতিসংঘ দূত জামাল বেনোমার তার ফেসবুক পেজে লিখেছেন, হাদী সানায় অব্যাহতভাবে চলমান আলোচনার ব্যাপারে আপত্তি প্রকাশ করেছেন। হাদীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর বেনোমার এ কথা বলেন। তিনি বলেন, উভয়পক্ষের সম্মতিতে কোনো নিরাপদ স্থানে আলোচনা করার অনুরোধ জানিয়েছেন পশ্চিমাপন্থী নেতা হাদী। শিয়া হুথি মিলিশিয়ারা বর্তমানে রাজধানী নিয়ন্ত্রণ করছে। হাদীকে মিলিশিয়ারা গৃহবন্দি করে রেখেছিল। তবে তিনি শনিবার সানা থেকে দক্ষিণাঞ্চলের এডেন নগরীতে পালিয়ে যান।
ইয়েমেনে মারাত্মক সংকট সমাধানের লক্ষ্যে রাজনৈতিক পালাবদল প্রক্রিয়া ও জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন হাদী। তিনি হুথি সৈন্য প্রত্যাহার ও একতরফা পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার দাবি জানিয়ে ১৬ ফেব্র“য়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। মিলিশিয়ারা হাদীকে স্থলাভিষিক্ত করতে ‘প্রেসিডেন্ট পরিষদ’ গঠন করেছে। গত সেপ্টেম্বরে বিদ্রোহী শিয়া মুসলিম গোষ্ঠী হুথির যোদ্ধারা রাজধানী দখল করে নেয়। এক মাস আগে তারা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদী ও তার সরকারকে পদত্যাগে বাধ্য করে। কয়েক বছর ধরে চলা তীব্র রাজনৈতিক সংকটের পর আঞ্চলিক, রাজনৈতিক, গোষ্ঠীগত ও সম্প্রদায়গত হানাহানিতে বিভক্ত হয়ে পড়া ইয়েমেন এখন পূর্ণমাত্রার গৃহযুদ্ধের ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বের শীর্ষ তেল রফতানিকারী দেশ সৌদি আরবের সঙ্গে দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। ইয়েমেনের পরিস্থিতি সৌদি আরবের জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শনিবার সানা থেকে পালিয়ে যাওয়ার পর হাদী প্রথমবারের মতো বিবৃতি দেন। তিনি হুথির রাজধানী দখলকে ‘অভ্যুত্থান’ হিসেবে উল্লেখ করেন এবং তাদের সব কর্মকাণ্ড ‘অবৈধ’ ঘোষণা করেন। এএফপি।
No comments