একাদশে বৃহস্পতি!
চার-চারটা মনোনয়ন! দু-দুটো পুরস্কার! সমালোচকদের চোখ আর দর্শকদের ভালোবাসা। দুদিকেই বাজিমাত। চাট্টিখানি কথা নয়! তবুও জয়া আহসান হয়তো পুরস্কার মঞ্চে উঠে শুধু নির্বিকার হেসে, পরিচালককে ধন্যবাদ দিয়েই পার পেতে চাইবেন। আদতে জয়ার মনের মধ্যেও কি তাই? ছোট পর্দায় তাঁর আধিপত্য কায়েম হয়েছে আগেই।
কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার প্রাপ্তি তাঁর এটাই প্রথম। আলাদা কোনো অনুভূতি নেই?
জয়া আরেক দফা হেসে বললেন, ‘পুরস্কার পাব এই আশায় নয়। আমি গিয়েছিলাম শুধুই একটা জমজমাট অনুষ্ঠান দেখব বলে। সেটা এবার হয়েছে।’ গেরিলা ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে জয়া আহসান পেয়েছেন সেরা চলচ্চিত্র অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার। তারকা জরিপে সেরা টিভি অভিনেত্রীও তিনি। একেই বোধহয় বলে একাদশে বৃহস্পতি!
জয়া আরেক দফা হেসে বললেন, ‘পুরস্কার পাব এই আশায় নয়। আমি গিয়েছিলাম শুধুই একটা জমজমাট অনুষ্ঠান দেখব বলে। সেটা এবার হয়েছে।’ গেরিলা ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে জয়া আহসান পেয়েছেন সেরা চলচ্চিত্র অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার। তারকা জরিপে সেরা টিভি অভিনেত্রীও তিনি। একেই বোধহয় বলে একাদশে বৃহস্পতি!
No comments