অল্প সল্প গল্প
নাচের তালে... ফেরদৌস আর মৌসুমী মঞ্চে একসঙ্গে নাচছেন। দর্শকের সারিতে ওমর সানি ভীষণ চিন্তিত...। নাচ শেষ হতেই মঞ্চের পেছনে এলেন ওমর সানি। প্রথমেই জেরা করলেন মৌসুমিকে। ‘এইট্যা কী করলা তুমি? ফেরদৌসকে মঞ্চেই ইশারা করছ এদিকে না, ওদিকে যাও! আর ক্যামেরা তখন জুম শটে তোমাকেই দেখাচ্ছে।’
মৌসুমীর শিশুসুলভ উত্তর, ‘কী করব, স্টেপ তো ভুলে গিয়েছিলাম।’
ওমর সানি দমবার পাত্র নয়। আবার এলেন ফেরদৌসের কাছে। ‘তোর ব্যাপারটা কী হলো? গানের শেষ দুই লাইনে তুই লিপস দিলি না কেন?’
লাজুক হাসিতে ফেরদৌসের উত্তর,
‘আসলে সানি ভাই, ঠিক মতো শুনতে পারছিলাম না, কোনটা ছেলের গলা আর কোনটা মেয়ের। তাই বোবা হয়ে রইলাম। বোবার তো কোনো শত্রু নেই।’
ঘাটের মাঝি
মঞ্চে গান চলছে। ‘...প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না...।’ আর মঞ্চের পেছনে গানের সঙ্গে মৃদু তালে একজন নাচছেন। আরে ইনি কে? আকাশি রঙের জর্জেট শাড়ি? চোখে ঢাউস সানগ্লাস! চুলটাও...! না, না! এই তিনি সেই তিনি নন—ইনি শামীমা নাজনীন। সেজেছেন মাত্র। আর তাঁর সাজের বাহবা দিয়ে গেলেন তৌকির আর বিপাশা।
একটু দূরে দাঁড়িয়ে লাল-সবুজ জামদানি শাড়িতে আরেকজন। শিরীন বকুল। শহীদুল আলম সাচ্চু তাঁকে দেখিয়ে বিপাশাকে বললেন, আপার এখন অনেক ক্ষমতা। আরজি থাকলে আপার কাছে করো।
ওমর সানি দমবার পাত্র নয়। আবার এলেন ফেরদৌসের কাছে। ‘তোর ব্যাপারটা কী হলো? গানের শেষ দুই লাইনে তুই লিপস দিলি না কেন?’
লাজুক হাসিতে ফেরদৌসের উত্তর,
‘আসলে সানি ভাই, ঠিক মতো শুনতে পারছিলাম না, কোনটা ছেলের গলা আর কোনটা মেয়ের। তাই বোবা হয়ে রইলাম। বোবার তো কোনো শত্রু নেই।’
ঘাটের মাঝি
মঞ্চে গান চলছে। ‘...প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না...।’ আর মঞ্চের পেছনে গানের সঙ্গে মৃদু তালে একজন নাচছেন। আরে ইনি কে? আকাশি রঙের জর্জেট শাড়ি? চোখে ঢাউস সানগ্লাস! চুলটাও...! না, না! এই তিনি সেই তিনি নন—ইনি শামীমা নাজনীন। সেজেছেন মাত্র। আর তাঁর সাজের বাহবা দিয়ে গেলেন তৌকির আর বিপাশা।
একটু দূরে দাঁড়িয়ে লাল-সবুজ জামদানি শাড়িতে আরেকজন। শিরীন বকুল। শহীদুল আলম সাচ্চু তাঁকে দেখিয়ে বিপাশাকে বললেন, আপার এখন অনেক ক্ষমতা। আরজি থাকলে আপার কাছে করো।
No comments