তারকাদের অনুভূতি...

মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়ার পরপরই
তারকাদের কাছ থেকে অনুভূতিই সংগ্রহ করেছেন
রুবেল হাবিব ও ঈমাম হাসান


সমালোচকদের রায়ে বিশেষ পুরস্কার
এ টি এম শামসুজ্জামান (গেরিলা)
আমার আর কোনো অনুভূতি নাই! জীবনে অনেক পুরস্কার পেয়েছি। তবে, মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১ আমাকে দেওয়াতে আমার অসম্ভব ভালো লাগছে। আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ।

তারকা জরিপ পুরস্কার
সেরা কণ্ঠশিল্পী (নারী)
ন্যান্সি, গান-পাগল তোর জন্য রে
অনেক ভালো লাগছে। শ্রোতাদের প্রতি আমার ভালোবাসা। আমি যে পুরস্কারটা পেয়েছি এটা আমার নয়, আমার শ্রোতাদের।

সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)
আরফিন রুমী, নীলাঞ্জনা
আসলে পুরস্কার পাওয়ার পর আমার কান্নাই হয়তো আমার অনুভূতি বলে দিয়েছে। আমার চাওয়া ছিল, পুরস্কারটা আমার গুরু (হাবিব) পাবেন। ধন্যবাদ, যাঁরা আমাকে পছন্দ করে ভোট দিয়েছেন তাঁদের সবাইকে।

সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
মৌসুমী, প্রজাপতি
সমালোচক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েই অনেক খুশি হয়েছিলাম। কিন্তু এখন ভক্তদের কারণে পুরস্কার পেয়ে গেলাম। এটা আমার জন্য বাড়তি পাওয়া। দ্বিতীয়বারের মতো মেরিল- প্রথম আলো পুরস্কার পেয়ে ভালো লাগছে। আমার ভক্তদের অনেক অনেক ধন্যবাদ।

সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)
শাকিব খান, কিং খান
এই পুরস্কারের জন্য অনেক শিল্পীই অপেক্ষা করে থাকেন। সারা বছর কে কী কাজ করল তার মূল্যায়নের জন্য। পুরস্কারটি পাওয়ার পর কাজের প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করব। আমার মনে হয়, মেরিল-প্রথম আলো পুরস্কারটি এখনো পর্যন্ত স্বচ্ছতা ধরে রাখতে পেরেছে।

সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
জয়া আহসান, চৈতাপাগল
দর্শক জরিপে টিভি অভিনেত্রীর পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। আমার ভক্তদের অনেক অনেক শুভেচ্ছা। টিভি ও চলচ্চিত্র দুই শাখাতেই পুরস্কারপ্রাপ্তি একজন শিল্পীর জন্য অনেক বড় পাওয়া। মেরিল ও প্রথম আলোকে অনেক ধন্যবাদ।

সেরা টেলিভিশন অভিনয়শিল্পী (পুরুষ)
মোশাররফ করিম, চাঁদের নিজের কোনো আলো নেই
পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। যেমনটি আগেও সব সময়ে লেগেছে। এর আগে দুবার পেয়েছি। এবার অবশ্য টেনশন ছিল না। আমি এই টেনশন নিতে চাইনি। পুরস্কারটি পাওয়ার জন্য যাঁরা আমাকে নির্বাচন করেছেন, তাঁদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।

সমালোচক পুরস্কার
সেরা টিভি নাটক নির্দেশক
আশরাফুল চন্চল, শনিবার রাত ১০টা ৪০ মিনিট
এটি অনেক আনন্দের একটি ক্ষণ। নাটকটি যখন নির্মাণ করি, তখনই আমি বুঝেছিলাম যে এখানে আমি স্ক্রিপ্টের চেয়ে নির্দেশক হিসেবে বেশি ভালো করেছি। আমার মতো নতুন নির্দেশক পুরস্কার পাওয়ায় অনেকটা অবাক লেগেছে। এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল।

সেরা চিত্রনাট্যকার
মনোয়ার কবীর, হলুদ
আমি অনেক বেশি এক্সাইটেড, অনেক ভালো লাগছে। আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারব না। সামনে আরও ভালো লিখতে চাই।

সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)
আবুল হায়াত, শনিবার রাত ১০টা ৪০ মিনিট
আবুল হায়াত উপস্থিত না থাকায় তাঁর প্রতিক্রিয়া নেওয়া যায়নি।

সেরা টেলিভিশন অভিনয়শিল্পী (নারী)
নুসরাত ইমরোজ তিশা, তহমিনার দিনযাপন
আমি উপস্থাপনা নিয়ে এবারে বেশি উত্তেজিত ছিলাম। যেহেতু উপস্থাপনা করছিলাম, তাই ভেবেছিলাম এবার তা হলে পুরস্কার পাচ্ছি না। কিন্তু পুরস্কার পেয়ে তো অবাকই! বিশেষ করে তাহমিনার দিনযাপন নাটকের জন্য পুরস্কার পাওয়ায় বেশি খুশি। আলভি আহমেদসহ সবাইকে অসংখ্য ধন্যবাদ।

সমালোচক শাখা (চলচ্চিত্র)
ফরিদুর রেজা সাগর, গেরিলা, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড
আমরা নতুন প্রজন্মকে চলচিত্রের প্রতি উত্সাহিত করতে পারছি, এটা অনেক আনন্দের ব্যাপার। পুরস্কারপ্রাপ্তি সে আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। গেরিলার সঙ্গে যাঁরা জড়িত ছিলেন তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ।

এশা ইউসুফ, গেরিলা, আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস
আমি অনেক খুশি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগছে।

সেরা পরিচালক
নাসির উদ্দিন ইউসুফ, গেরিলা
ভালো লাগছে এ জন্য যে এই ছবিটার পেছনে সবার অনেক পরিশ্রম হয়েছে। আজকের এ পুরস্কার সে পরিশ্রমেরই ফসল। মেরিল ও প্রথম আলোকে আমার ধন্যবাদ ও অভিনন্দন।

সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)
চৌধুরী যাওয়াতা আফনান, আমার বন্ধু রাশেদ
মনোনয়ন পেয়েই অনেক ভালো লেগেছিল। পুরস্কার হাতে পেয়ে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। পুরস্কার পাব এটা তো ভাবিনি। আমার বন্ধু রাশেদ-এর পুরো টিমকে আমার ধন্যবাদ।

সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
জয়া আহসান, গেরিলা
চলচ্চিত্রে অভিনয় করে এটাই আমার প্রথম পুরস্কার। একই সঙ্গে সমালোচক পুরস্কারও। তাই অনেক বেশি ভালো লাগছে।

No comments

Powered by Blogger.