শিম্পাঞ্জি টমির ‘কোন মানবাধিকার নেই’
যুক্তরাষ্ট্রে
টমি নামের একটি শিম্পাঞ্জির ‘কোন মানবাধিকার নেই’ এবং তার মনিবের কাছ থেকে
মুক্ত করারও প্রয়োজন নেই। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আপিল আদালতের এক রায়ে বলা
হয়েছে, খাঁচায় আটকানো শিম্পাঞ্জি টমি যেহেতু ‘কোন বৈধ দায়িত্ব’ পালন করতে
পারে না, তাই তাকে ‘আইনগতভাবে একজন ব্যক্তি’ হিসেবে স্বীকৃতি দেয়া সম্ভব
নয়। আদালতের রায়ে আরও বলা হয়, কোন প্রাণীকে কখনও মানুষের সমান মর্যাদা
দেয়ার নজির বিশ্বে নেই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত অক্টোবর মাসে
ননহিউম্যান রাইটস প্রজেক্ট (এনএইচআরপি) নামে একটি সংগঠন শিম্পাঞ্জি টমিকে
খাঁচা থেকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে এ মামলা করে। মামলার ভাষ্যে বলা হয়,
মানুষের সঙ্গে আচরণগত বেশ কিছু বিষয়ে সাদৃশ্য থাকায়, শিম্পাঞ্জিদের
স্বাধীনতাসহ অন্যান্য মৌলিক অধিকার থাকা উচিত। আদালতের রায়ে বলা হয়, বলা
বাহুল্য, শিম্পাঞ্জি মানুষের মতো আইনগতভাবে বৈধ দায়িত্ব পালন করতে পারে না।
শিম্পাঞ্জির কোন দায়দায়িত্ব নেই এবং নিজ কাজের জন্য তাকে আইনের কাছে
জবাবদিহিও করতে হয় না। এ রায়ের বিরুদ্ধে নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালতে আপিল
করবে বলে জানিয়েছে এনএইচআরপি। স্বাভাবিকভাবেই, টমির মালিক প্যাট্রিক
ল্যাভারি আদালয়ের রায়ে খুশি। টমির বয়স আনুমানিক ৪০ বছর এবং সে আগে সার্কাসে
দর্শকদের বিনোদন দেয়ার কাজ করতো। ১০ বছর আগে ল্যাভারির কাছে দেয়া হয়
টমিকে।
No comments