অসুস্থ আন্নাকে হাসপাতালে ভর্তি-প্রধানমন্ত্রীকে সমর্থকদের কালো পতাকা প্রদর্শন
বছরের প্রথম দিনটিই হাসপাতালে কাটাতে হচ্ছে আন্না হাজারেকে। বুকে সংক্রমণের কারণে গতকাল রোববার তাকে পুনের সাঞ্চেতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসক। ভারতে দুর্নীতির বিরুদ্ধে প্রাণপণ লড়াই করা ৭৪ বছরের এই মানুষটি বেশ কিছুদিন ধরেইশারীরিকসমস্যায়ভুগছেন।শ্বাসকষ্টজনিত কারণে বুধবার নির্দিষ্ট সময়ের আগেই মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের অনশনমঞ্চ ছাড়তে হয় আন্নাকে। চিকিৎসকরা
জানান, তার দেহে ব্রঙ্কাইটিসের লক্ষণ রয়েছে। তবে নিউমোনিয়া নয়। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং তার অবস্থা উন্নতির দিকে। আন্নার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, হাজারেকে আরও তিন-চার দিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে আন্না হাজারের সমর্থকরা প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অমৃতসরে কালো পতাকা প্রদর্শন করেছেন। এ সময় তারা প্রধানমন্ত্রী ও সরকারবিরোধী নানা স্লোগান দেন।
প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তার স্ত্রী গুরশরন কাউর রোববার নববর্ষ উপলক্ষে অমৃতসরে স্বর্ণমন্দিরে যান। সেখানে প্রণাম শেষে তারা বের হয়ে আসার সময় শতাধিক নারী-পুরুষ দুর্নীতির বিরুদ্ধে এবং লোকপাল বিলের পক্ষে স্লোগান দেন। তাদের হাতে ছিল ছোট ছোট কালো পতাকা। যদিও তারা নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর কাছে ঘেঁষতে পারেননি।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রাজ্যসভায় লোকপাল বিল পাস করতে ব্যর্থ হয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার। সূত্র হিন্দুস্তান টাইমস, জিনিউজ।
প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তার স্ত্রী গুরশরন কাউর রোববার নববর্ষ উপলক্ষে অমৃতসরে স্বর্ণমন্দিরে যান। সেখানে প্রণাম শেষে তারা বের হয়ে আসার সময় শতাধিক নারী-পুরুষ দুর্নীতির বিরুদ্ধে এবং লোকপাল বিলের পক্ষে স্লোগান দেন। তাদের হাতে ছিল ছোট ছোট কালো পতাকা। যদিও তারা নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর কাছে ঘেঁষতে পারেননি।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রাজ্যসভায় লোকপাল বিল পাস করতে ব্যর্থ হয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার। সূত্র হিন্দুস্তান টাইমস, জিনিউজ।
No comments