টেলিটকের গ্রাহক আরও কমেছে

য়টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহকের গ্রাহক সংখ্যার নভেম্বর মাসের হিসাব জানুয়ারিতে এসে প্রকাশ করল টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। কমিশনের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। প্রকাশিত হিসাব অনুসারে, পাঁচটি অপারেটরের গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেলেও কমেছে টেলিটকের গ্রাহক। কমা-বাড়ার এ হিসাব শেষে নভেম্বরে সারাদেশে সব মিলে ১৬ লাখ ৩৪ হাজার গ্রাহক বৃদ্ধি পেয়েছে। তাতে দেশের মোট মোবাইল গ্রাহকসংখ্যা চলে গেল ৮


কোটি ৪০ লাখ ৭৬ হাজারে। রোববার প্রকাশিত হিসাব অনুসারে নভেম্বর মসে গ্রাহক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে বাংলালিংক। গ্রাহকসংখ্যার বিচারে দ্বিতীয় সেরা অপারেটরটি এই এক মাসে ৬ লাখ ৮৬ হাজার গ্রাহক বৃদ্ধি করেছে। সব মিলে তাদের গ্রাহক দাঁড়িয়েছে ২ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার। যা মোট গ্রাহকের ২৭ দশমিক ৭৯ শতাংশ। একই সময়ে গ্রামীণফোনের বেড়েছে ৪ লাখ ২২ হাজার গ্রাহক। তারা দাঁড়িয়েছে ৩ কোটি ৬১ লাখ ১৩ হাজারে। তাতে গ্রামীণফোনের মার্কেট শেয়ার ৪২ দশমিক ৯৫। নভেম্বরে রবির গ্রাহক তিন লাখ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৫ হাজারে। তাদের মার্কেট শেয়ার ১৮ দশমিক ৮৬। এয়ারটেলের গ্রাহক ২ লাখ ৩১ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ ১ হাজারে। অন্যদিকে সিটিসেলের গ্রাহক তিন হাজার বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৩৯ হাজারে।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটকের গ্রাহক বাড়ার বদলে উল্টো ৯ হাজার কমে গেছে। অক্টোবরের শেষে তাদের গ্রাহক ছিল ১২ লাখ ৭ হাজার। আর নভেম্বরের শেষে তা দাঁড়িয়েছে ১১ লাখ ৯৮ হাজারে। এ নিয়ে ২০১১ সালের প্রথম ১১ মাসের ৭ মাসেই তাদের গ্রাহক কমল। সে কারণে ১২ লাখ ১১ হাজার গ্রাহক নিয়ে বছর শুরু করা টেলিটক সামনে এগোনের চেয়ে বরং উল্টো আরও পিছিয়ে গেছে। অথচ ১১ মাসে দেশের মোট মোবাইল গ্রাহকসংখ্যা ৬ কোটি ৮৬ লাখ থেকে বৃদ্ধি পেয়ে ৮ কোটি ৪১ লাখে উন্নীত হয়েছে। এ সময়ে দেশে ১ কোটি ৫৫ লাখ গ্রাহক বাড়লেও মোট থেকে টেলিটকের গ্রাহক কমে গেল ১৩ হাজার।

No comments

Powered by Blogger.