আসাদ-পরবর্তী সিরিয়ার রূপরেখা চুক্তি সই
গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হলে দেশের গণতান্ত্রিক উত্তরণ পরিকল্পনা প্রণয়ন করেছে সিরিয়ার দুটি শীর্ষ রাজনৈতিক দল। শুক্রবার এ সংক্রান্ত দলিলে সই করেছে দল দুটি। এদিকে আরব লীগ পর্যবেক্ষকদের উপস্থিতিতেই শুক্র ও শনিবার দেশটিতে ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। খবর এএফপি ও আলজাজিরা অনলাইনের। সিরিয়ার নির্বাসিত অন্যতম প্রধান রাজনৈতিক দল সিরিয়ান ন্যাশনাল
কাউন্সিল (এসএনসি) ও সিরিয়াভিত্তিক ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি (এনসিসি) শুক্রবার নতুন গণতান্ত্রিক পরিকল্পনায় চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন এসএনসির ঊর্ধ্বতন সদস্য মোলহেম দ্রোবি। আসাদ-পরবর্তী সিরিয়া কেমন হবে_ এ চুক্তিতে তাই বলা হয়েছে। আগামী মাসে এক সম্মেলনে অন্য বিরোধী দলগুলোর কাছে এ পরিকল্পনা প্রকাশ করা হবে। সিরিয়ায় আসাদের বিপক্ষে বিক্ষোভ করছে মূলত সংখ্যাগরিষ্ঠ সুনি্ন মতাবলম্বীরা। অন্যদিকে আসাদের পক্ষে রয়েছে তার শিয়া আলাউইট গোষ্ঠী। এ গোষ্ঠী আসাদবিরোধীদের দমনে আদাজল খেয়ে মাঠে নেমেছে। কারণ আসাদের পতন হলে তারা প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা করছে। আরবের অন্য কয়েকটি দেশে সম্প্রতি তেমনটি দেখা গেছে। দু'দলের এ চুক্তির মূল লক্ষ্য হচ্ছে, আসাদের পতন হলেও দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা। আরব লীগের পর্যবেক্ষক মিশন নিয়েও তারা খুব একটা ভরসা করতে পারছে না। তবে এসএনসি সিরিয়ার বিষয়ে বিদেশি হস্তক্ষেপের যে আহ্বান জানিয়েছিল তাতে এনসিসি রাজি হয়নি। এ চুক্তিতে দু'দলই দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকারক সামরিক কোনো হস্তক্ষেপের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তবে আরব লীগের হস্তক্ষেপকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এ রাজনৈতিক দল দুটি এক বছরের একটি অন্তর্বর্তী সময় নির্ধারণ করেছে, যা প্রয়োজনে নবায়ন করা হবে। আর এ সময়ের মধ্যে সিরিয়ায় সংবিধান প্রণয়ন করা হবে যা গণতান্ত্রিক ও বহুদলীয় একটি সংসদীয় ব্যবস্থা নিশ্চিত করবে। নতুন এ সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেবে এবং সাম্প্রদায়িকতাকে নিন্দা জানাবে।
এদিকে আরব লীগের পর্যবেক্ষকদের উপস্থিতিতেই শুক্রবার সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে ২৭ জন নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে। শনিবার চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলেও জানায় তারা। অন্যদিকে হোমস শহরে নিহত হয়েছে সরকারি বাহিনীর পাঁচ সদস্য। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বিক্ষোভকারীদের ধারণা ছিল, পর্যবেক্ষকদের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংযত থাকবে; কিন্তু শুক্র ও শনিবারের ঘটনায় পর্যবেক্ষকদের ওপরই ভরসা হারিয়ে ফেলেছে সিরীয়রা।
পূর্বঘোষণা অনুযায়ী, শুক্রবার লাখো আন্দোলনকারী সিরিয়াজুড়ে সরকারবিরোধী আন্দোলনে যোগ দেয়। আন্দোলনকারীরা পর্যবেক্ষকদের সামনে আন্দোলনের ব্যাপকতা তুলে ধরতে বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধে সিরিয়ার প্রতিশ্রুত উদ্যোগ পর্যবেক্ষণ করতে সেদেশে অবস্থান করছেন আরব লীগের পর্যবেক্ষকরা। জাতিসংঘের হিসাবে, গত মার্চ থেকে এ পর্যন্ত সরকারবিরোধী আন্দোলন বন্ধে চালানো দমননীতির কারণে সিরিয়ায় অন্তত ৫ হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে।
এদিকে আরব লীগের পর্যবেক্ষকদের উপস্থিতিতেই শুক্রবার সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে ২৭ জন নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে। শনিবার চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলেও জানায় তারা। অন্যদিকে হোমস শহরে নিহত হয়েছে সরকারি বাহিনীর পাঁচ সদস্য। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বিক্ষোভকারীদের ধারণা ছিল, পর্যবেক্ষকদের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংযত থাকবে; কিন্তু শুক্র ও শনিবারের ঘটনায় পর্যবেক্ষকদের ওপরই ভরসা হারিয়ে ফেলেছে সিরীয়রা।
পূর্বঘোষণা অনুযায়ী, শুক্রবার লাখো আন্দোলনকারী সিরিয়াজুড়ে সরকারবিরোধী আন্দোলনে যোগ দেয়। আন্দোলনকারীরা পর্যবেক্ষকদের সামনে আন্দোলনের ব্যাপকতা তুলে ধরতে বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধে সিরিয়ার প্রতিশ্রুত উদ্যোগ পর্যবেক্ষণ করতে সেদেশে অবস্থান করছেন আরব লীগের পর্যবেক্ষকরা। জাতিসংঘের হিসাবে, গত মার্চ থেকে এ পর্যন্ত সরকারবিরোধী আন্দোলন বন্ধে চালানো দমননীতির কারণে সিরিয়ায় অন্তত ৫ হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে।
No comments