নোয়াখালীতে লাশ হলেন একই পরিবারের ৬ জন
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক এবং একই পরিবারের ছয়জনসহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আত্মীয়ের জানাজায় অংশ নিতে তারা ঢাকা থেকে নোয়াখালীর গ্রামের বাড়ি যাচ্ছিলেন। গতকাল রোববার ভোরে নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ী পৌর এলাকার নাওতলায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে পুকুর থেকে প্রাইভেট কারের দরজা ভেঙে সাতজনের মৃতদেহ উদ্ধার করে।
এদিকে গতকাল দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের চাপায় নিহত হয়েছেন তিন মোটরসাইকেল আরোহী।
পুলিশ জানায়, ঢাকার উত্তরায় বসবাসকারী ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান তার শ্যালকের জানাজায় অংশ নিতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে প্রাইভেট কারে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। রোববার ভোর সাড়ে ৪টায় তাদের বহনকারী প্রাইভেট কারটি সোনাইমুড়ী পৌর এলাকার নাওতলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে ডুবে যায়। স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে আসা মুসলি্লরা দেখতে পেয়ে গাড়ির যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালান; কিন্তু গাড়ির সব দরজা বন্ধ থাকায় কোনো যাত্রীকে তারা তাৎক্ষণিক উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে যাত্রীদের গাড়ি থেকে বের করে; কিন্তু ততক্ষণে সবার জীবন প্রদীপ নিভে গেছে।
নিহতরা হলেন_ সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের সালেহপুর গ্রামের মোস্তাফিজুর রহমান, তার ছেলে ইয়াসিন সাদত (১০), মেয়ে নূরজাহান সোহাগী (২২) ও শ্রাবণী (১৬), সোহাগীর মেয়ে জ্যোতি (৩), তাদের আত্মীয় মিলি (১৮)
এবং গাড়ির চালক মোস্তাক
আহম্মেদ (২২)।
সকাল ৮টার দিকে আত্মীয়স্বজন খবর পেয়ে নিহতদের লাশ গ্রামের বাড়ি নিয়ে
গেলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমানের শ্যালক নোয়াখালী পৌর এলাকার হরিনারায়ণপুরের বাসিন্দা আবুল হোসেন শিরন শনিবার মারা যান। এ খবর শুনে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ক'দিন আগে অসুস্থ ভাইকে দেখতে মোস্তাফিজুর রহমানের স্ত্রী পারুল আক্তার গ্রামের বাড়িতে আসার কারণে এ দুর্ঘটনা থেকে তিনি বেঁচে যান।
সোনাইমুড়ী থানার ওসি হুমায়ুন কবির সমকালকে বলেন, নিহতদের মধ্যে ছয়জনকে তাদের আত্মীয়স্বজন নিয়ে গেছেন।
এদিকে দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে গতকাল রোববার মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুলাল (৪০), চান বাদশা ওরফে উজ্জ্বল (২০) ও বাবলু (২৪) নিহত হয়েছেন।
মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার রামকৃষ্ণদী গ্রামের দুলাল, উজ্জ্বল ও বাবুল মোটরসাইকেলে ঢাকার দিকে যাওয়ার সময় রাজেন্দ্রপুর এলাকায় পেঁৗছলে মালবাহী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন। তাদের দু'জন ঘটনাস্থলে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
No comments