শচীনে ভীত অস্ট্রেলিয়া!
মেলবোর্নে পেসারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ১২২ রানের বিশাল জয়। সিডনিতেও তৈরি হচ্ছে পেসারদের স্বর্গরাজ্য। তবুও ভয়ে আছেন অস্ট্রেলিয়ানরা! ভয়টা শচীন টেন্ডুলকারকে ঘিরেই। অসি মিডল অর্ডারের মূল স্তম্ভ মাইক হাসি গতকাল কোনো রাখ-ডাক না রেখেই জানিয়ে দিলেন, 'আমরা শচীন টেন্ডুলকারের ভয়ে ভীত। শততম সেঞ্চুরি থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছেন তিনি। সিডনিতে যদি সত্যিই সেটা পেয়ে যান, তাহলে তার দেখানো পথ ধরেই ঘুরে দাঁড়াবে ভারত।'
সিডনিতে শততম সেঞ্চুরি হোক আর না হোক, অন্যরকম একটি সেঞ্চুরির একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী এই ক্রিকেট স্টেডিয়াম। আগামীকাল সকালে যখন টস করতে নামবেন ক্লার্ক এবং ধোনি, তখন ইতিহাসের পাতায় শততম টেস্ট আয়োজনকারীর খাতায় নাম লিখিয়ে ফেলবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। সেঞ্চুরির এই ম্যাচে কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরিটি শচীন পেয়ে যান কি-না সেই ভয়ে আছে অস্ট্রেলিয়া। কারণ এই মাঠে শচীনের ব্যাটিং ইতিহাসের দিকে তাকালে হাসি কেন যে কোনো অস্ট্রেলিয়ানই ভয়ে থাকবেন। হাসি বলেন, 'সিডনিতে শচীনর ব্যাটিং রেকর্ড খুবই ভালো। এ কারণেই আমরা একটি বাজে সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছি।' সিডনিতে শচীন যদি সেঞ্চুরি পেয়েই যান, তাহলে সত্যি তার দেখানো পথ ধরে জয়ের ট্র্যাকে ফিরে আসতে পারে ভারত। স্বাগতিকদের চিন্তার কারণ এখন এটাই। তবে হাসি চান বা না চান অনেক অস্ট্রেলিয়ান আছেন যারা চান ভারতীয় লিটল মাস্টার সেঞ্চুরিটা পেয়েই যান। যে কারণে মেলবোর্নে প্রচুর ভারতীয় দর্শকের সঙ্গে অস্ট্রেলিয়ান দর্শকও শচীনের সেঞ্চুরি দেখার জন্য মাঠে এসেছিল এবং হাততালি দেয়। সিডনিতেও একইভাবে দর্শকরা আসতে পারে। হাসি এ নিয়ে অবশ্য তেমন চিন্তিত নন। 'দর্শকদের এমন উৎসাহ দেখে আমি আসলে অবাক নই। তবে আমাদের ড্রেসিংরুমের কেউই চাইবেন না অস্ট্রেলিয়ার মাটিতে শচীন তার শততম সেঞ্চুরিটা উদযাপন করুক। আমি মনে করি, মেলবোর্নে আমাদের বোলাররা দারুণ বোলিং করেছেন। শুধু শচীনই নয়, তাদের সব ব্যাটসম্যানকেই বোলাররা বিপদে ফেলতে পেরেছেন।' শচীনের সঙ্গে ভারতীয় ব্যাটিং লাইনআপ নিয়েও কথা বলেছেন হাসি। 'ভারতীয়দের বিশ্বসেরা একটি ব্যাটিং লাইনআপ রয়েছে। তারা পরিকল্পনা করে এবং আমাদের বোলারদের সামনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। কিন্তু যখন বোলাররা ভিন্নরকম বোলিং নিয়ে হাজির হন তখন তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হন না।'
মাইক হাসির সঙ্গে বোলারদের প্রশংসায় মেতেছেন অধিনায়ক মাইকেল ক্লার্কও। তিনি বলেন, পেসারদের আক্রমণাত্মক মানসিকতাই হলো আমার লড়াইয়ের সবচেয়ে বড় পুঁজি। তাদের এই মানসিকতাকে আমি ভালোবাসি।' ব্যাটিংয়েও অসি বোলাররা টেলএন্ডে এসে বড় পুঁজি করতে ভূমিকা রাখছেন। মেলবোর্নে প্রথম ইনিংসে সিডল ৪১ এবং দ্বিতীয় ইনিংসে প্যাটিনসন অপরাজিত ছিলেন ৩৭ রানে। ক্লার্ক বলেন, 'শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও তারা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন প্রথম টেস্টে। লড়াইয়ের এ মানসিকতা আমার খুবই প্রিয়।'
মাইক হাসির সঙ্গে বোলারদের প্রশংসায় মেতেছেন অধিনায়ক মাইকেল ক্লার্কও। তিনি বলেন, পেসারদের আক্রমণাত্মক মানসিকতাই হলো আমার লড়াইয়ের সবচেয়ে বড় পুঁজি। তাদের এই মানসিকতাকে আমি ভালোবাসি।' ব্যাটিংয়েও অসি বোলাররা টেলএন্ডে এসে বড় পুঁজি করতে ভূমিকা রাখছেন। মেলবোর্নে প্রথম ইনিংসে সিডল ৪১ এবং দ্বিতীয় ইনিংসে প্যাটিনসন অপরাজিত ছিলেন ৩৭ রানে। ক্লার্ক বলেন, 'শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও তারা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন প্রথম টেস্টে। লড়াইয়ের এ মানসিকতা আমার খুবই প্রিয়।'
No comments