গুয়ান্তানামো বে’ থেকে মুক্তি পেলেন সর্বশেষ বৃটিশ বন্দি
গুয়ান্তানামো
বে’ কারাগারে আটক সর্বশেষ বৃটিশ বন্দি শাকের আমের মুক্তি পেয়েছেন। কিউবার
কুখ্যাত ওই সামরিক কারাগারে বিনা বিচারে ১৩ বছর থাকার পর অবশেষে লন্ডন
ফিরছেন এই বৃটিশ নাগরিক। বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের বরাত
দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মার্কিন কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ আগে
ঘোষণা দিয়েছিল যে, তারা শাকের আমেরকে গুয়ান্তানামো বে’ থেকে মুক্তি দেবে।
৪৬ বছরের সৌদি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক শাকের আমেরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র
অভিযোগ এনেছিল যে, সে আল কায়েদায় অর্থযোগানদাতা এবং যোদ্ধা। সে ওসামা বিন
লাদেনের ঘনিষ্ঠ বলেও বলা হয়। তবে আনুষ্ঠানিকভাবে কখনও এসব অভিযোগ দাখিল করা
হয় নি বা বিচারও করা হয় নি। গুয়ান্তানামো বে’ কারাগার থেকে ২০০৭ ও ২০০৯
সালে দু’বার মুক্তির ছাড়পত্র পেয়েছিলেন শাকের। তিনি বরাবরই তার বিরুদ্ধে
আনিত অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি আফগানিস্তানে একটি দাতব্য
প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন। শাকেরের মুক্তির দাবিতে ‘উই স্ট্যান্ড উইথ
শাকের’ শীর্ষক প্রচারণার সহ পরিচালক অ্যান্ডি ওয়ার্দিংটন বলেন, আমরা
অত্যন্ত খুশি যে, তার দীর্ঘদিনের অগ্রহণযোগ্য দুর্দশার অবসান হয়েছে। আমাদের
প্রত্যাশা বৃটিশ কর্তৃপক্ষ তাকে আবার আটক করবে না। আর প্রয়োজনীয় মানসিক ও
চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে যেন তিনি লন্ডনে তার পরিবারের সঙ্গে
স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। চার সন্তানের জনক শাকের আমেরের জন্ম সৌদি
আরবে। বৃটেনে স্থায়ী হওয়ার আগে তিনি আমেরিকাতেও ছিলেন। পরে বৃটেনেই
বিবাহিত জীবন শুরু করেন। আর বৃটেনে রেসিডেন্ট অনুমোদন পান ১৯৯৬ সালে। ২০০১
সালে পরিবার নিয়ে গিয়েছিলেন আফগানিস্তানে। ১১ই সেপ্টেম্বরের হামলার পর
পরিবারকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি দাবি করেন, পরিবারের সঙ্গে যোগ
দিতে যাওয়ার সময় আটক করা হয় তাকে।
No comments