চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট এখনও ঝুঁকিতে বাংলাদেশ
একদিনের বিরতিতে ওয়ানডে ক্রিকেটের পৃথক দুই মিশনে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। আর উভয়ের নজর ২০১৭-এর চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। ভারতের বিপক্ষে সিরিজ জয়ে নিশ্চিত মনে হলেও আদতে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা প্রথম ওয়ানডেতে মাঠে নামছে আগামীকাল। সিরিজে অন্তত এক ম্যাচে জয় চাই বাংলাদেশের। পরদিন ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের ব্যবধান ৬। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ওয়ানডেতে জয় পেলেই ২০১৭’র চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলে ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হবে পাকিস্তানেরও। ওয়ানডে ক্রিকেটের অভিজাত আসর চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসরে খেলবে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জয়ে এতে বাংলাদেশের সম্ভাবনা নিশ্চিতই দেখাচ্ছিল। ওই সিরিজ জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে আসে সাত নম্বরে। এতে বাংলাদেশের রেটিং পয়েন্ট পৌঁছে ৯৩-এ। সর্বশেষ নিয়মানুযায়ী আইসিসি’র ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পেয়ে থাকে। আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত নৈপুণ্যের বিচারে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সুযোগ পাবে ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে খেলা ছিল না ওয়েস্ট ইন্ডিজের। তবে সর্বশেষ ঘোষণায় পরিবর্তন হয় চিত্রে। আগামী আগস্টে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে ত্রি-দেশীয় ওয়ানডে ক্রিকেট খেলতে চাইছে ক্যারিবীয়রা। তবে বাংলাদেশ ও পাকিস্তান তার আগে প্রোটিয়া ও লঙ্কানদের বিপক্ষে সাফল্য পেলে আর সম্ভবাবনা থাকবে না ক্যারিবীয়দের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০তে সিরিজ জিতলে ইংল্যান্ডকে সরিয়ে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে যাবে বাংলাদেশ। আর টাইগাররা যদি ২-১ এ সিরিজ হারে তাহলে বাংলাদেশের রেটিং ৯৩ পয়েন্টে বহাল থাকবে। কিন্তু বাংলাদেশ যদি ৩-০তে সিরিজ হেরে যায় তাহলে পয়েন্ট কমে দাঁড়াবে ৯০-এ। সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে ৮৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। তালিকায় ৯ নম্বরে পাকিস্তানের সংগ্রহ ৮৭ পয়েন্ট। তবে পাঁচ ম্যাচের দ্বৈরথে শ্রীলঙ্কার বিপক্ষে ন্যূনতম ৩-২ ব্যবধানে সিরিজ জিতলে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৯০। তবে পাঁচ ম্যাচের এ সিরিজে বড় পরীক্ষাটা পাকিস্তানেরই। সিরিজের সব ম্যাচ জিতলে পাকিস্তানের পয়েন্ট পৌঁছবে ৯৪-এ। তবে সব ম্যাচ হারলে পাকিস্তানের রেটিং পয়েন্ট নেমে যাবে ৮৪তে। শ্রীলঙ্কার কাছে পাকিস্তান এ সিরিজ ন্যূনতম ব্যবধানে হারলেও সুযোগ খোলা থাকবে ক্যারিবীয়দের। যুক্তরাজ্যে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি আসর মাঠে গড়াবে ২০১৭ সালের ১লা জুন। অভিজাত ক্রিকেট আসর চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা বাংলাদেশেরই মাটিতে। ১৯৯৮ সালে নকআউট বিশ্বকাপ নামে মাঠে গড়ায় এ আসর। এ পর্যন্ত প্রত্যেক আসরেই খেলেছে পাকিস্তান ও ২০০৪’র চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সর্বশেষ খেলার স্মৃতি ২০০৬’র আসরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় নিয়ে ১১৫ পয়েন্টে র্যাঙ্কিয়ের দ্বিতীয় শীর্ষ আসনে বহাল থাকে ভারত। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজেও ভারতীয়দের পরীক্ষা। তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়ের কাছে যদি একবারও হার দেখে তাহলে ভারতের কাটা যাবে দুই পয়েন্ট। আগামীকাল হারারেতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে ২০১১-এর বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে দু’দলের খেলোয়াড়দের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ের দিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের সিংহাসন ধরে রেখেছেন বাংলাদেশ তারকা সাকিব আল হাসান। সাকিবের রেটিং পয়েন্ট ৪০৮। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে লঙ্কান দুই তারকা তিলকারত্নে দিলশান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের সংগ্রহ যথাক্রমে ৪০৪ ও ৩৭৮ পয়েন্ট। ব্যাটসম্যানের তালিকায় এক ও তিন নম্বরে প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা। বোলার তালিকায় অজি পেসার মিচেল স্টার্কের পেছনে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার লেগ স্পিন তারকা ইমরান তাহির। এ তালিকায় সেরা ১০-এ রয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান। ৬৮০ পয়েন্ট নিয়ে তালিকায় সাকিবের অবস্থান ৮-এ। ২০১৪’র বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্টার্কের সংগ্রহ ৭৮৩ পয়েন্ট। সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত ১১৫, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ১১২, শ্রীলঙ্কা ১০৬ ও ইংল্যান্ডের সংগ্রহ ৯৮ পয়েন্ট।
র্যাঙ্কিংয়ে যা ঘটতে পারে
বাংলাদেশ-দ. আফ্রিকা সিরিজ
বাংলাদেশ ৩-০তে জিতলে ৯৯ পয়েন্ট, দ.আ ১০৭
বাংলাদেশ ২-১এ জিতলে ৯৬ পয়েন্ট, দ.আ ১১০
বাংলাদেশ ২-১এ হারলে ৯৩ পয়েন্ট দ.আ ১১১
বাংলাদেশ ৩-০তে হারলে ৯০ পয়েন্ট, দ.আ ১১৩
শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজ
পাকিস্তান ৫-০তে জিতলে ৯৪ পয়েন্ট
পাকিস্তান ৪-১এ জিতলে ৯২ পয়েন্ট
পাকিস্তান ৩-২এ জিতলে ৯০ পয়েন্ট
পাকিস্তান ৩-২এ হারলে ৮৮ পয়েন্ট
পাকিস্তান ৪-১এ হারলে ৮৬ পয়েন্ট
পাকিস্তান ৫-০তে হারলে ৮৪ পয়েন্ট
র্যাঙ্কিংয়ে যা ঘটতে পারে
বাংলাদেশ-দ. আফ্রিকা সিরিজ
বাংলাদেশ ৩-০তে জিতলে ৯৯ পয়েন্ট, দ.আ ১০৭
বাংলাদেশ ২-১এ জিতলে ৯৬ পয়েন্ট, দ.আ ১১০
বাংলাদেশ ২-১এ হারলে ৯৩ পয়েন্ট দ.আ ১১১
বাংলাদেশ ৩-০তে হারলে ৯০ পয়েন্ট, দ.আ ১১৩
শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজ
পাকিস্তান ৫-০তে জিতলে ৯৪ পয়েন্ট
পাকিস্তান ৪-১এ জিতলে ৯২ পয়েন্ট
পাকিস্তান ৩-২এ জিতলে ৯০ পয়েন্ট
পাকিস্তান ৩-২এ হারলে ৮৮ পয়েন্ট
পাকিস্তান ৪-১এ হারলে ৮৬ পয়েন্ট
পাকিস্তান ৫-০তে হারলে ৮৪ পয়েন্ট
No comments