কা র্য কা র ণ মাতৃমৃত্যুরোধের সহজ উপায় কী? by আব্দুল কাইয়ুম |
অবিশ্বাস্য মনে হলেও সত্য যে একটি ছোট কাঁথা মাতৃমৃত্যুর আশঙ্কা কমিয়ে আনতে পারে। আমাদের মতো উন্নয়নশীল দেশে মাতৃমৃত্যুর একটি বড় কারণ হলো সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তপাত।
যেহেতু প্রসবের সময় স্বাভাবিকভাবেই কিছু রক্ত ঝরে, তাই সব সময় বোঝা যায় না সেই রক্তপাত জীবনের জন্য ঝুঁকি হয়ে উঠছে কি না। এটা দক্ষ চিকিৎসকেরাই বুঝতে পারেন। এখনো গ্রামে অনেক ক্ষেত্রে ধাত্রীরাই সন্তান প্রসব করান অথবা অনেক ক্ষেত্রে বাসার মা-খালারাই সন্তান জন্মদানের সময় প্রসূতিকে সেবা দান করেন, তাই অতিরিক্ত রক্তক্ষরণে অনেক মাতৃমৃত্যু ঘটে। এর প্রতিকার হিসেবে খুব সহজ একটি পদ্ধতি আবিষ্কার করেছেন ঢাকার আইসিডিডিআরবির ডা. মোহাম্মদ আবদুল কাইয়ুম। সাধারণত সন্তান জন্মদানের সময় আধা লিটারের চেয়ে বেশি রক্ত ঝরলে তা বিপজ্জনক বলে ধরা হয়। তিনি ৫০ বর্গসেন্টিমিটারের একটি কাঁথা আবিষ্কার করেছেন। এই কাঁথা ৪০০ মিলিলিটার রক্তে ভিজে চুবাচুবা হয়ে যায়। কাপড় ও টিস্যু পেপারের তৈরি এই কাঁথা প্রসূতির বিছানার ওপর বিছিয়ে রাখা হয়। যদি প্রসূতির রক্তে কাঁথাটি ভিজে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে বা কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এতে মাতৃমৃত্যুর আশঙ্কা কমে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট (মে ১৮, ২০১৩) এ বিষয়ে বিস্তৃত লিখেছে। এই আবিষ্কারকে একটি আন্তর্জাতিক মানের জন্ম-কাঁথা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
No comments