জ্যোতি বসুর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন
কিংবদনত্মি বাম রাজনীতিক, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যাতি বসুর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ষীয়ান এই কমিউনিস্ট নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বেলা ১১টায় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।
শেষকৃত্যে যোগ দিতে বিএনপি চেয়ারপার্সনের প েদলের সহসভাপতি সাদেক হোসেন খোকা ও বিএনপির সংসদীয় দলের প েআশরাফ উদ্দিন এমপি কলকাতা যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, চীফ হুইপ উপাধ্যৰ আব্দুশ শহীদ, জাপা মহাসচিব রম্নহুল আমিন হাওলাদার, ওয়ার্কার্স পার্টির পলিটবু্যরো সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরম্নলস্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং মৃণাল কানত্মি দাস। এদিকে চট্টগ্রাম মেয়র এবিএম মহিউদ্দির জ্যোতি বসুর অনত্ম্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে সোমবার কলকাতা গেছেন। বর্ষীয়ান এই নেতার প্রয়াণে শোক প্রকাশ অব্যাহত রয়েছে। সোমবার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, জ্যাতি বসুর মৃতু্যতে ভারত হারিয়েছে তার মহান রাজনীতিবিদকে আর বাংলাদেশ হারিয়েছে তার অকৃত্রিম বন্ধুকে। তাঁর মৃতু্যর ফলে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ উপমহাদেশের অন্যতম এই নেতার মৃতু্যতে এক শোকবাণীতে বলেছেন, তিনি ছিলেন বাংলাদেশের সত্যিকারের বন্ধু। তাঁর অবদান বাংলাদেশ ভুলতে পারবে না কোনদিন। শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের তারানা হালিম এমপি, আলমগীর কুমকুম, চিত্রনায়ক ফারম্নক, এটিএম শামসুজ্জামান, ফাল্গুনী হামিদ, দিলারা ইয়াসমীন, পিযূষ বন্দ্যোপাধ্যায়, লিয়াকত আলী লাকী, কাজী আরিফ, প্রজ্ঞা লাবণী, শমী কায়সার, খালেদ খানসহ বিশিষ্ট শিল্পীরা। আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ওমর ফারম্নক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি এক শোকবার্তায় মহান এই নেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা প্রয়াত নেতার আত্মার শানত্মি কামনা করেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার জ্যাতি বসুর মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। এছাড়া জাতীয় গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন, বিশ্ব বাঙালী সম্মেলন, বিপস্নবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ টিএ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ বর্ষীয়ান নেতা জ্যাতি বসুর মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি আনত্মরিক সমবেদনা জ্ঞাপন করেন।
No comments