আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ঘোষণা করলেন সালমান এফ রহমান
স্টাফ রিপোর্টার: ‘আইএফআইসি ব্যাংক-সৃজনশীল সাহিত্য সহযাত্রী’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চালু হয়েছে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার। এর মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেয়া হবে। গতকাল পৃষ্ঠা ৫ কলাম ১ দেশের বিশিষ্ট ব্যবসায়ী-শিল্পপতি ও আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালমান এফ রহমান আনুষ্ঠানিকভাবে মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রবর্তনের ঘোষাণা দেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান- দেশের সেরা এ সাহিত্য পুরস্কার উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-সাহিত্য, কবিতা, ভ্রমণকাহিনী, আত্মজীবনী এবং অনুবাদ-সাহিত্য- এই ৭টি শাখায় দেয়া হবে। প্রতিটি পুরস্কারের মূল্যমান হবে ৫ লাখ টাকা। এছাড়া থাকবে একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র। গত বছরের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে বাংলা ভাষায় প্রকাশিত ১ম সংস্করণের বই এ প্রতিযোগিতায় বিবেচিত হবে। বই জমা দেয়ার শেষ তারিখ ২০১২ সালের ৩১শে জানুয়ারি। এটি প্রতি বছরই অব্যাহত থাকবে। সালমান এফ রহমান বলেন, দেশের সব করপোরেট খাত সামাজিক দায়বদ্ধ যেসব দায়িত্ব পালন করছে তা খুবই প্রশংসনীয়। করপোরেট খাতের এ উদ্যোগকে উৎসাহ দিতে হবে। বর্তমান কম্পিউটারের যুগে কেউ বই পড়তে চায় না। অনেকের হাতে লেখার অভ্যাস কমে গেছে। বই-কবিতা আমাদের অতীত ঐতিহ্য। এটাকে উৎসাহ না দিলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্রযুক্তিকে গ্রহণ করবো তবে পুরনোকে বাদ দিয়ে নয়। তিনি বলেন, আইএফআইসি ব্যাংক অন্যান্য বেসরকারি ব্যাংকের থেকে কিছু পার্থক্য রয়েছে। এ ব্যাংকে সরকারের ৩২ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। বোর্ডেও ৪ জন সরকারের প্রতিনিধি রয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, পরিচালনা পরিষদের সদস্য ড. মোহাম্মদ আলী। এতে জানানো হয়- ব্যাংকের হেড অফিস, বিডিবিএল ভবন, ২০তলা, ৮ রাজউক এভিনিউ, ঢাকা বা দেশের যে কোন শাখায় বইয়ের ৫ কপি জমা দিতে হবে। লেখকরা একাধিক শাখার জন্য বই জমা দিতে পারবেন। এ সময় লেখকের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ও যোগাযোগের টেলিফোন নম্বর এবং জমাদানকারীর ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে। বাংলাদেশের নাগরিক যে কোন লেখক সাহিত্যিক এ পুরস্কারের জন্য বিবেচিত হবেন। পুরস্কারপ্রাপ্তদের নাম পত্রপত্রিকা ছাড়াও নিজস্ব ওয়েবসাইট িি.িরভরপনধহশনফ.পড়স -এ প্রকাশ করা হবে।
No comments