নতুন বছরের শুভ সূচনা

তুন বছরের প্রথম দিনেই দেশের শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন—উভয় ক্ষেত্রেই ইতিবাচক সূচনা ঘটেছে। গতকাল রোববার বছরের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও এদিন ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল দিনশেষে ৯৪ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ৩৫২ পয়েন্ট।


সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ২১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪২ পয়েন্টে। জানতে চাইলে ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘বছরের সূচনাটি বেশ আশাব্যঞ্জক হয়েছে। আশা করছি, বছরজুড়েই আমরা বাজারের স্বাভাবিক আচরণ দেখতে পাব। গত বছর প্রায় পুরোটা সময়ই বিনিয়োগকারীদের মধ্যে চরম অস্থিরতা দেখা গেছে। এ কারণে বাজারের স্বাভাবিক গতিটি আমরা দেখতে পাইনি।’
রিজভী আরও বলেন, ‘গত ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে আমরা দেখছি, বাজারে অস্থিরতা অনেকটা কমে গেছে। আশা করছি, নতুন বছরে এই অস্থিরতা একেবারেই দূর হয়ে যাবে।’
মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম দেড় ঘণ্টার মধ্যে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১০০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের একপর্যায়ে তা আগের দিনের চেয়ে ১২৮ পয়েন্ট পাঁচ হাজার ৩৮৬ পয়েন্টে ওঠে। যদিও দিনশেষে সূচকের সেই অবস্থান থেকে কিছুটা নিচে নেমে আসে।
শুরু থেকেই লেনদেনের গতি বেশ ভালো ছিল। দিনশেষে ডিএসইতে ৬৭০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১১০ কোটি টাকা বেশি। এর আগে সর্বশেষ ২০১০ সালের ২৩ নভেম্বর ঢাকার বাজারে এক হাজার ৫১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব বছর শেষ হয়েছে। এখন তারা নতুন বছরের হিসাব-নিকাশ শুরু করেছে। এ অবস্থায় নতুন করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ-সক্ষমতাও তৈরি হয়েছে। পাশাপাশি বেশির ভাগ ব্যাংকের পরিচালন মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে বলে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। এটিও গতকালের বাজারের ঊর্ধ্বগতির পেছনে বড় ভূমিকা রেখেছে।
এদিকে ঢাকার বাজারে গতকাল মোট ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯৬টির দাম বেড়েছে, কমেছে ৬০টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম।
চট্টগ্রামের বাজারে দিনশেষে ১৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৩টিরই দাম বেড়েছে, কমেছে ৩১টির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। রোববার সিএসইতে প্রায় ৫৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।

No comments

Powered by Blogger.