শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমছে
দেশের শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমতে যাচ্ছে। এরই মধ্যে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) দুই স্টক এক্সচেঞ্জের এ-সংক্রান্ত বিধানের সংশোধনী অনুমোদন করেছে।এর ফলে লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার এসইসির সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে আর কোনো জটিলতা রইল না। এটি কার্যকর হলে চার কার্যদিবসের পরিবর্তে শেয়ারবাজারে সর্বনিম্ন তিন কার্যদিবসে লেনদেন নিষ্পন্ন হবে।
এসইসি সূত্রে জানা যায়, সম্প্রতি এসইসির নিয়মিত সভায় লেনদেন নিষ্পত্তি-সংক্রান্ত বিধানের সংশোধনী অনুমোদন করা হয়। যদিও গতকাল পর্যন্ত এ-সংক্রান্ত চিঠি স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছায়নি।
নিয়ম অনুযায়ী, সংশোধনী বিধান অনুমোদনের চিঠি হাতে পাওয়ার পর দুই স্টক এক্সচেঞ্জ লেনদেন কমিয়ে আনার সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে গত ১৮ অক্টোবর দুই স্টক এক্সচেঞ্জের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসইসি শেয়ারবাজারের লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। তবে জেড ক্যাটাগরিভুক্ত দুর্বল মৌলভিত্তির শেয়ারের বেলায় এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও সংস্থাটি জানায়।
কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকরের আগে দুই স্টক এক্সচেঞ্জের এ-সংক্রান্ত আইনি বিধান (সেটেলমেন্ট রেগুলেশন) সংশোধনের প্রয়োজন দেখা দেয়। আইনে চার কার্যদিবসে লেনদেন নিষ্পত্তির বিষয়টি উল্লেখ রয়েছে। তাই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ওই বিধান সংশোধন করে তা অনুমোদনের জন্য এসইসিতে পাঠানো হয়। কিন্তু বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসইসি সংশোধনীটি অনুমোদনে কিছুটা কৌশলী অবস্থান নেয়।
দুই স্টক এক্সচেঞ্জের নেতারা মনে করেন, লেনদেন নিষ্পত্তির সময় কমলে তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। আগের চেয়ে কম সময়ে বিনিয়োগকারীরা শেয়ারের মালিকানা ও অর্থ বুঝে পাবেন। লেনদেনের সক্ষমতাও বাড়বে।
বর্তমানে পুঁজিবাজারে ‘এ’, ‘বি’, ‘জি’, ‘এন’ এবং ‘জেড’ মিলিয়ে মোট পাঁচ ক্যাটাগরির কোম্পানি রয়েছে। এদের মধ্যে শুধু জেড ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তি হতে সর্বনিম্ন ১০ কার্যদিবস (টি+৯) লাগে। অন্যগুলোর শেয়ারের লেনদেন সর্বনিম্ন চার কার্যদিবসে (টি+৩) নিষ্পন্ন হয়।
নিয়ম অনুযায়ী, সংশোধনী বিধান অনুমোদনের চিঠি হাতে পাওয়ার পর দুই স্টক এক্সচেঞ্জ লেনদেন কমিয়ে আনার সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে গত ১৮ অক্টোবর দুই স্টক এক্সচেঞ্জের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসইসি শেয়ারবাজারের লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। তবে জেড ক্যাটাগরিভুক্ত দুর্বল মৌলভিত্তির শেয়ারের বেলায় এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও সংস্থাটি জানায়।
কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকরের আগে দুই স্টক এক্সচেঞ্জের এ-সংক্রান্ত আইনি বিধান (সেটেলমেন্ট রেগুলেশন) সংশোধনের প্রয়োজন দেখা দেয়। আইনে চার কার্যদিবসে লেনদেন নিষ্পত্তির বিষয়টি উল্লেখ রয়েছে। তাই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ওই বিধান সংশোধন করে তা অনুমোদনের জন্য এসইসিতে পাঠানো হয়। কিন্তু বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসইসি সংশোধনীটি অনুমোদনে কিছুটা কৌশলী অবস্থান নেয়।
দুই স্টক এক্সচেঞ্জের নেতারা মনে করেন, লেনদেন নিষ্পত্তির সময় কমলে তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। আগের চেয়ে কম সময়ে বিনিয়োগকারীরা শেয়ারের মালিকানা ও অর্থ বুঝে পাবেন। লেনদেনের সক্ষমতাও বাড়বে।
বর্তমানে পুঁজিবাজারে ‘এ’, ‘বি’, ‘জি’, ‘এন’ এবং ‘জেড’ মিলিয়ে মোট পাঁচ ক্যাটাগরির কোম্পানি রয়েছে। এদের মধ্যে শুধু জেড ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তি হতে সর্বনিম্ন ১০ কার্যদিবস (টি+৯) লাগে। অন্যগুলোর শেয়ারের লেনদেন সর্বনিম্ন চার কার্যদিবসে (টি+৩) নিষ্পন্ন হয়।
No comments