যুক্তরাজ্যে সেরা উদ্ভাবন
যুক্তরাজ্যে বৈজ্ঞানিকদের বিভিন্ন উদ্ভাবন বিবেচনায় ১৮২০-এর দশকই ছিল সেরা। সম্প্রতি এক জরিপে এ কথা বলা হয়েছে। সিমেন্ট, বৈদ্যুতিক মোটর ও ঘাস কাটার যন্ত্র ও পানিরোধী বিভিন্ন জিনিসের উদ্ভাবন হয়েছে। এ ছাড়া জর্জ স্টিফেনসন ওই দশকেই উদ্ভাবন করেছিলেন যাত্রীবাহী রেল।
রেডিও টাইমস সাময়িকীর জরিপ ও বিবিসির বিজ্ঞান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যুক্তরাজ্যের সেরা ৫০টি উদ্ভাবন তুলে ধরা হয়। সেখানে উনবিংশ শতাব্দীর বিভিন্ন উদ্ভাবনই অর্ধেক স্থান দখল করে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশটিতে সব মিলিয়ে গত প্রায় ৩৫০ বছরের প্রধান সাফল্যগুলোর ১০ ভাগের ১ ভাগই এসেছে ১৮২০-এর দশক থেকে। এ ক্ষেত্রে দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে ১৮৮০-র দশক। তখন বৈদ্যুতিক বাতি (বাল্ব), বাষ্পীয় শক্তিচালিত চাকা (টারবাইন), নিরাপদ বাইসাইকেল ও বাতাসে ফোলানো টায়ার উদ্ভাবন করা হয়। পরবর্তী অবস্থানে রয়েছে ১৯৬০-এর দশক। তখন নিতম্ব প্রতিস্থাপন, কার্বন তন্তু, শিশুদের বহনকারী নিরাপদ (কলাপসিবল) গাড়ি ও স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্রের (এটিএম) উদ্ভাবন হয়। টেলিগ্রাফ।
No comments