পুলিশ সপ্তাহের উদ্বোধন-পুলিশের পাঁচ পদ গ্রেড-১ করার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ পুলিশের পাঁচটি পদ গ্রেড-১ ভুক্ত (সচিব পদমর্যাদার) করার এবং পরিদর্শক পদ প্রথম শ্রেণী ও উপপরিদর্শক (এসআই) পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ-২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন। তিনি বলেন, আদেশ জারির জন্য এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান কাঠামোয় পুলিশের


মহাপরিদর্শক (আইজিপি) পদটি গ্রেড-১ মর্যাদার, যার বেতন সচিবের সমান। পুলিশ সমন্বয়ক (আইজি মর্যাদার) ফণীভূষণ চৌধুরীও এই মর্যাদা ভোগ করছেন। তবে পুলিশ সমন্বয়ক পদটি অস্থায়ী।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক পরে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর পুলিশ সমন্বয়ক পদও স্থায়ী হচ্ছে।
অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্যের হাতে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়, সেদিকে যেমন লক্ষ রাখতে হবে, তেমনি নারী ও শিশুদের প্রতিও হতে হবে সহানুভূতিশীল। তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও চরমপন্থী দমন, বঙ্গবন্ধু হত্যা মামলা ও পিলখানা হত্যাযজ্ঞের তদন্তসহ বিভিন্ন কাজে পুলিশের ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করেছি। কিন্তু কোনো কোনো মহল যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।’ তিনি বলেন, সন্ত্রাসী ও জঙ্গি দমনে ন্যাশনাল ব্যুরো অব কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিল্পাঞ্চল পুলিশ কাজ করছে। শিগগিরই ট্যুরিস্ট পুলিশ, ক্যাম্পাস পুলিশ, মেরিন পুলিশ ইউনিট গঠন করা হবে। ভিভিআইপি, ভিআইপি ও অতি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ইতিমধ্যে দুটি সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়নের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশের ঝুঁকিভাতা বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে। সরকার পুলিশ বাহিনীর জন্য ৮৭৫টি পিকআপ, দুই হাজার ৯১৩টি মোটরসাইকেল কিনেছে। তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরা-পত্তার জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। তিনি সেখানে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম শহীদুল হক। প্রধানমন্ত্রী পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুলিশ ও র‌্যাবের ৫৯ জন সদস্যকে পদক দেন। তাঁদের মধ্যে দুজনকে মরণোত্তর পদক দেওয়া হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে গিয়ে শহীদ সহকারী উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমানকে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) দেওয়া হয়।
অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাংসদ, কূটনীতিক এবং পুলিশ ও র‌্যাবের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.